নওগাঁর আত্রাইয়ে আবৃত্তি, সংগীত, নৃত্য ও আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্ত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী আয়োজন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণনালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ২৫ বৈশাখ (৮ মে) থেকে শুরু হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।
শনিবার (১০ মে) সন্ধ্যায় পতিসর কাছারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা, আত্রাই ও রাণীনগর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এতে অংশ নেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সফলতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, "রবীন্দ্রনাথের দর্শন নতুন প্রজন্মের মধ্যে আত্মশুদ্ধি ও দায়িত্ববোধ জাগ্রত করবে।"
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুধীজনরা অনুষ্ঠানে অংশ নেন।
আত্রাই উপজেলার নাগর নদীর তীরে অবস্থিত পতিসর কাছারি বাড়িতে কবিগুরু ১৮৯১ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত নিয়মিত আসতেন। এখানে বসেই তিনি ছোট নদী, তালগাছ, দুই বিঘা জমি এবং গোরা এর মতো কালজয়ী রচনাগুলো লিখেছেন।
জেলা প্রশাসক অনুষ্ঠানের সাফল্যে অংশগ্রহণকারী শিল্পী, সাংবাদিক ও সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রবীন্দ্র চেতনা সমাজে ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
যাযাদি/ এসএম