বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

নতুন নিষেধাজ্ঞায় যুদ্ধের অর্থায়নে বেকায়দায় পড়বে রাশিয়া

বললেন জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
  ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
নতুন নিষেধাজ্ঞায় যুদ্ধের অর্থায়নে বেকায়দায় পড়বে রাশিয়া
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রাশিয়ার জ্বালানি খাত ও তাদের কথিত গোপন ট্যাঙ্কারের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা জারি করাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখা এক পোস্টে এই কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তিনি বলেছেন, মার্কিন পদক্ষেপের ফলে রাশিয়ার পুরো সাপস্নাই চেইনে ব্যাঘাত ঘটবে। ফলে মস্কোর যুদ্ধ চালানোর জন্য আর্থিক ভিত্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়ার তেল ও গ্যাস আয়ে আঘাত হানতে শুক্রবার কঠোরতম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করে মার্কিন প্রশাসন। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, রাশিয়ার জ্বালানি খাত দেশটির যুদ্ধে অর্থায়নের সবচেয়ে বড় রাজস্ব উৎস, সেটিকে লক্ষ্য করেই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রুশ কোম্পানি গ্যাজপ্রম নেফট, সারগুটনেফতেগ্যাস এবং ১৮৩টি তেলবাহী জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর আওতায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আগামী ১২ মার্চ পর্যন্ত তাদের জ্বালানি সংশ্লিষ্ট লেনদেন শেষ করার সময়সীমা দেওয়া হয়েছে। তবে রুশ তেলের প্রধান ক্রেতা ভারত ও চীনের সঙ্গে বাণিজ্যে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে দেশটি মাসিক কয়েক বিলিয়ন ডলারের রাজস্ব হারাবে বলে ধারণা মার্কিন কর্মকর্তাদের। এরপর এক্সে লেখা আরেক পোস্টে রুশ তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ব্রিটেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনে আগ্রাসন অব্যাহত রাখতে পুতিনের অর্থায়ন করার সক্ষমতায় সার্থক একটি আঘাত হেনেছে লন্ডন।

তিনি বলেছেন, যুদ্ধে অর্থায়ন অব্যাহত রাখতে রুশ তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম ছিল গোপন তেলবাহী জাহাজের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাওয়া। তাদের এই প্রচেষ্টায় ব্যাঘাত ঘটাতে যুক্তরাজ্যের পদক্ষেপকে আমরা সম্মান জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে