বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২
জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত

লেবাননে ফের সংগঠিত হচ্ছে হিজবুলস্নাহ

আন্তর্জাতিক ডেস্ক
  ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
লেবাননে ফের সংগঠিত হচ্ছে হিজবুলস্নাহ

ইরানের সহযোগিতা ও তত্ত্বাবধানে লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুলস্নাহ ফের সংগঠিত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘে ইসরাইলি মিশনের অন্যতম প্রতিনিধি ড্যানি ডেনন। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হিজবুলস্নাহকে একটি বড় হুমকি বলেও উলেস্নখ করেছেন তিনি। প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর পর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরাইলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে হিজবুলস্নাহ, পাল্টা জবাব দিতে থাকে ইসরাইলও। তবে গত বছর সেপ্টেম্বর থেকে দু-পক্ষের সংঘাত তীব্র হয়ে ওঠে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ব্যাপক বিমান ও স্থল অভিযানে ধ্বংস হয়ে যায় হিজবুলস্নাহর চেইন অব কমান্ড এবং অধিকাংশ গোপন অস্ত্রাগার। নিহত হন গোষ্ঠীটির শীর্ষ নেতা হাসান নাসরুলস্নাহসহ প্রথম সারির সব নেতা ও কমান্ডার। এই পরিস্থিতিতে গত ২৭ নভেম্বর লেবাননের সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে ইসরাইল। সেই চুক্তির অন্যতম শর্ত ছিল লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে দেশটির সেনা সদস্যদের মোতায়েন করতে হবে এবং হিজবুলস্নাহ যেন ওই অঞ্চলে ফের ঘাঁটি না গাড়তে পারে, সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে লেবাননের সরকার সেই শর্ত মানছে না উলেস্নখ করে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বরাবর লেখা এক চিঠিঢতে ড্যানি ডেনন বলেন, 'আমরা যুদ্ধের সময় হিজবুলস্নাহর সামরিক সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস করতে পেরেছিলাম, কিন্তু সম্প্রতি গোয়েন্দা সূত্রে আমরা জানতে পেরেছি যে ইসরানের সহযোগিতায় হিজবুলস্নাহ ফের সংগঠিত হচ্ছে এবং নিজেদের অস্ত্রভান্ডার সমৃদ্ধ করছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে