বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ব্রাজিলের স্কুলে স্মার্টফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ

আন্তর্জাতিক ডেস্ক
  ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
ব্রাজিলের স্কুলে স্মার্টফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ

ব্রাজিলের স্কুলগুলোতে স্মার্টফোন ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সোমবার এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন। আগামী ফেব্রম্নয়ারি মাস থেকেই কার্যকর হবে নতুন আইন। এই আইনে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারের জন্য কিছু নির্দিষ্ট পরিস্থিতি, যেমন- জরুরি অবস্থার সময়, শিক্ষামূলক উদ্দেশ্যে অথবা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ডিভাইস ব্যবহারের অনুমতি থাকবে। এমন ব্যক্তি বা পরিস্থিতি ছাড়া আর কেউ স্কুলে স্মার্টফোন ব্যবহার করতে পারবে না।

ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট বলেন, আমরা মানবিকতাকে অ্যালগরিদম দিয়ে প্রতিস্থাপন করতে দিতে পারি না। তার মতে, এই বিল শিক্ষার প্রতি দায়বদ্ধ সব পেশাদারের কাজের স্বীকৃতি দেয়। গত মে মাসে ব্রাজিলের অন্যতম শীর্ষ থিংক ট্যাংক ফান্ডাসাও গেটুলিও ভার্গাস জানিয়েছিল, ২০ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশটিতে ২৫ কোটি ৮০ লাখ স্মার্টফোন ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ, সেখানে জনসংখ্যার চেয়েও স্মার্টফোনের সংখ্যা বেশি। গবেষকরা জানান, ব্রাজিলের নাগরিকরা প্রতিদিন গড়ে ৯ ঘণ্টা ১৩ মিনিট ফোনের স্ক্রিনের সামনে কাটান, যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে