বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

উড্ডয়নের পর মাঝ আকাশে ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট

আন্তর্জাতিক ডেস্ক
  ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
উড্ডয়নের পর মাঝ আকাশে ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেটের সর্বশেষ পরীক্ষা ব্যর্থ হয়েছে। মূলত উৎক্ষেপণের কয়েক মিনিট পরই এই রকেট মাঝ আকাশে বিস্ফোরিত হয় এবং ভেঙে পড়ে। আর এরই জেরে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অংশে ব্যাহত হয়েছে ফ্লাইট চলাচলও। এই নিয়ে দ্বিতীয়বার উৎক্ষেপণের পর ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট। শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যম বলছে, দক্ষিণ টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্র থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ৩৮ মিনিটে 'স্টারশিপ' উৎক্ষেপণ করে স্পেসএক্স। কিন্তু উৎক্ষেপণের আট মিনিটের মাথায় তা ভেঙে পড়ে। মাঝ আকাশেই বিস্ফোরণ হয় এবং রকেটের ধ্বংসাবশেষ ও আগুনের গোলা নিচের দিকে নামতে থাকে দ্রম্নত গতিতে। বার্তাসংস্থা রয়টার্সের ভিডিওতে দেখা গেছে, আকাশ জুড়ে আগুনের গোলা ছড়িয়ে পড়েছে। সঙ্গে রয়েছে কালো ধোঁয়া। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের হাইতির আকাশের সেই ভিডিও প্রকাশ করেছে রয়টার্স। এদিকে স্পেসএক্সের রকেট ভেঙে পড়ায় মেক্সিকো উপসাগরের বিস্তীর্ণ এলাকায় ফ্লাইট পরিষেবাও ব্যাহত হয়েছে। মূলত পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে যাচ্ছিল 'স্টারশিপ'। স্পেসএক্সের কর্মকর্তা ডান হুয়ট বলেন, "উৎক্ষেপণের কিছুক্ষণ পর থেকে স্টারশিপের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তা থেকেই আমরা বুঝতে পেরেছিলাম, কিছু সমস্যা হয়েছে। পরে তা ভেঙে পড়ে।"

রয়টার্স জানিয়েছে, স্পেসএক্সের রকেট বিপর্যয়ের খবর আসতেই মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর বেশ কিছু বিমান নামিয়ে আনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে