যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) সহযোগিতা কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে আজারবাইজান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ বলেছেন, ইউএসএইডের সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি পুনর্নবায়ন করবে না আজারবাইজান। নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ওয়াশিংটন ইউএসএইডকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তিনি। রাজধানী বাকুতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ বলেন, ২০২৪ সালের জুনে ইউএসএইডের সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে আজারবাইজান। সংবাদ সম্মেলনে আজারবাইজানের এই মন্ত্রীর পাশে জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউএসএইডের মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে, ২০২৩ সালের শেষের দিকে ইউএসএইডের কর্মকান্ডের সমালোচনা করে আজারবাইজান। ওই সময় মার্কিন এই সহযোগিতা সংস্থার প্রধান সামান্থা পাওয়ার বলেছিলেন, বিচ্ছিন্ন হয়ে যাওয়া নাগারনো-কারাবাখ অঞ্চলকে ফেরাতে আজারবাইজানের সামরিক অভিযানে এক লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে প্রতিবেশী আর্মেনিয়ায় চলে যেতে বাধ্য হয়েছেন।