বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২
হেফাজতে রাখার আবেদন

চ্যালেঞ্জ করে আদালতে অভিশংসিত প্রেসিডেন্ট ইউন

আন্তর্জাতিক ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
চ্যালেঞ্জ করে আদালতে অভিশংসিত প্রেসিডেন্ট ইউন

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে হেফাজতে রাখার সময়সীমা বৃদ্ধির আবেদন করেছেন তদন্তকারীরা। এই আবেদনের বিরুদ্ধে লড়াই করার জন্য শনিবার আদালতের শুনানিতে হাজির হন তিনি। ইউনের আইনজীবীদের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইউনের আইনজীবী ইউন কাব কেউন এক বিবৃতিতে জানিয়েছেন, নিজের সম্মান পুনরুদ্ধারের জন্য শুনানিতে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইউন সুক ইওল। সামরিক আইন জারির বৈধতা সরাসরি ব্যাখ্যা করে দেশদ্রোহের অভিযোগকে ভুল প্রমাণ করবেন তিনি। সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে স্থানীয় সময় দুপুর ২টার সময় শুনানি আরম্ভ হয়। আটক পরোয়ানার শুনানি সাধারণ ঘণ্টা দুয়েকেই সুরাহা হয়ে যায়। তবে পাল্টাপাল্টি যুক্তিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা ৮ থেকে ১০ ঘণ্টাও চলতে পারে। তাই, শুনানির চূড়ান্ত ফল জানতে আজ পর্যন্ত অপেক্ষা করারও প্রয়োজন হতে পারে।

সামরিক আইন জারির জন্য দক্ষিণ কোরিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্তকারী কার্যালয়ের পক্ষ থেকে ইউনের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ দায়ের করা হয়। গত বুধবার এই অভিযোগে আটক হন তিনি। আটকের পর থেকে জিজ্ঞাসাবাদে কোনও প্রশ্নের জবাব দেননি ইউন। ফলে, তাকে আরও ২০ দিন হেফাজতে রাখার জন্য শুক্রবার আরেকটি পরোয়ানার আবেদন করেছেন তদন্তকারীরা। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এর আগে ক্ষমতায় থাকা কোনও প্রেসিডেন্টকে আটক করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে