যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে ২০০০ পাউন্ড বোমা দেওয়ার বিষয়টি আটকে রাখলেও প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প তা ছেড়ে দেওয়ার জন্য মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। শনিবার ট্রাম্প নিজেই এমনটি জানিয়েছেন। তিনি এমন পদক্ষেপ নেবেন, এটি ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল বলে জানিয়েছে রয়টার্স। মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আকাশযান এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, "আমরা সেগুলোকে ছেড়ে দিয়েছি। আমরা সেগুলোকে আজই ছেড়েছি। তারা সেগুলো পেয়ে যাবে। তারা এগুলোর জন্য অর্থ দিয়েছে আর দীর্ঘদিন ধরে সেগুলো পাওয়ার জন্য অপেক্ষা করে আছে।" গাজা যুদ্ধ চলাকালে বাইডেন এ সরবরাহ আটকে রেখেছিলেন। বেসামরিক জনগণের ওপর এসব বোমার সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি, বিশেষ করে গাজার রাফা শহরে। শক্তিশালী এ বোমাগুলো সরবরাহের অনুমতি কেন দিলেন, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, "কারণ তারা সেগুলো কিনেছে।"
এর আগে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রম্নথ সোশ্যাল এ বলেন, "অনেক জিনিসের ক্রয়াদেশ দিয়ে ইসরাইল সেগুলোর মূল্য পরিশোধ করেছে, কিন্তু বাইডেন সেগুলো পাঠাননি, এখন সেগুলো তাদের পথে আছে!"
ট্রাম্প ও বাইডেন, উভয়ের যুক্তরাষ্ট্রের মিত্র ইসরাইলের প্রবল সমর্থক।