শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২
ক্ষেপণাস্ত্র পরীক্ষা

যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর বার্তা উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর বার্তা উত্তর কোরিয়ার
অজ্ঞাত কোনো স্থানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, পর্যবেক্ষণ করছেন কিম জং উন

কৌশলগত ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার এই পরীক্ষা হয়েছে বলে রোববার দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম কেসিএনএ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কেসিএনএ-এর ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশটির নেতা কিম জং উন ব্যক্তিগতভাবে ওই পরীক্ষার তদারকিতে ছিলেন। মিসাইলটিকে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবস্থার অংশ হিসেবে উলেস্নখ করেছে তারা। ওই প্রতিবেদনে দাবি করা হয়, পানির নিচ থেকে ভূমিতে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইলটি। শনিবারের পরীক্ষার সময় এটি প্রায় ৭৫০৭ থেকে ৭৫১১ সেকেন্ড উড্ডয়ন সম্পন্ন করে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানে। রোববার প্রকাশিত পৃথক এক প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অঙ্গীকার করেছে যে, ওয়াশিংটন যতদিন পর্যন্ত পিয়ংইয়ংয়ের সার্বভৌমত্বে বাগড়া দেবে ততদিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিতে পিছপা হবে না উত্তর কোরিয়া।

কেসিএনএ-তে প্রকাশিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করা বলা হয়, আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধির জন্য দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া পরিচালনা দায়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে