শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

অনিয়মিত অভিবাসীদের বৈধতার শর্ত কঠিন করল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
অনিয়মিত অভিবাসীদের বৈধতার শর্ত কঠিন করল ফ্রান্স
অনিয়মিত অভিবাসীদের বৈধতার শর্ত কঠিন করল ফ্রান্স

ফ্রান্সের রক্ষণশীল স্বরাষ্ট্রমন্ত্রী ব্রম্ননো রোতাইয়ো অভিবাসন সংক্রান্ত নতুন একটি সার্কুলার জারি করেছেন। নতুন সার্কুলারে বিশেষ বিবেচনায় বৈধতার ক্ষেত্রে বসবাসের শর্ত ও ফরাসি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার শর্ত যোগ করা হয়েছে। বৃহস্পতিবার ফ্রান্সের সবগুলো প্রশাসনিক দপ্তর তথা প্রিফেকচুরগুলোর কাছে সার্কুলারটি ইসু্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রম্ননো রোতাইয়ো। পরবর্তীতে শুক্রবার বিকেলে গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে সেটি ব্যাখ্যা করেন রক্ষণশীল এলআর দলের এই নেতা। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন নীতি কঠোর করতে চাওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি। ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের অন্যতম একটি উপায় হচ্ছে সার্কুলার ভালস। ২০১২ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস এই পদ্ধতি চালু করেছিলেন। নতুন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রম্ননো রোতাইয়ো নতুন সার্কুলার জারি করে আগের সারকুলারটি বাতিল করে দিলেন।

সার্কুলার ভালস মূলত কোন আইন নয়। এটি একটি আইনি নির্দেশনা; যার মাধ্যমে ব্যতিক্রমী পদ্ধতিতে বৈধতার (এইএস) আওতায় অনিয়মিত থেকে নিয়মিত হতেন অভিবাসীরা। নতুন ও পুরোনো উভয় ক্ষেত্রেই অভিবাসীদের জন্য সার্কুলারগুলো সুবিধাজনক নয়। কারণ এটির মাধ্যমে আবেদন প্রত্যাখ্যাত হলে প্রিফেকচুর বা কর্তৃপক্ষের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় না। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালে ৩৫ হাজার অনিয়মিত অভিবাসী চাকরি, পরিবারসহ বিভিন্ন ক্যাটেগরিতে সার্কুলার ভালস অনুসারে বৈধতা পেয়েছেন, যা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় স্থিতিশীল সংখ্যা।

শুক্রবার বৃহত্তর প্যারিস অঞ্চলের ভার্সাই প্রিফেকচুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্রম্ননো রোতাইয়ো বলেন, প্রিফেকচুরগুলোর প্রধানদের বিবেচনার ভিত্তিতে অভিবাসীরা নিয়মিত হবেন। এটির আওতায় বৈধতা স্বয়ংক্রিয় অধিকার নয়। এই ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়মিতকরণ আগের মতোই 'ব্যতিক্রমী' হিসেবে বিবেচিত হবে। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ফ্রান্সে চার লাখ ৫০ হাজার অনথিভুক্ত অভিবাসীদের মধ্যে তিন লাখ ৩৪ হাজার ৭৩৪ জন বিভিন্ন ক্যাটেগরিতে এইএস প্রক্রিয়ায় নিয়মিত হয়েছেন। যা অনথিভুক্ত অভিবাসীদের মোট সংখ্যার মাত্র ৮ ভাগেরও কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে