বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভারতের উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ ভেঙে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
  ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
ভারতের উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ ভেঙে নিহত ৭

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বাগপাত শহরে এক ধর্মীয় অনুষ্ঠানের বাঁশের মঞ্চ ভেঙে পড়ে অন্তত সাতজন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। মঙ্গলবার শহরের বারাউত এলাকার জৈন সম্প্রদায়ের বার্ষিক 'লাড্ডু মহাউৎসব' চলাকালে লাড্ডু বিতরণের সময় ঘটনাটি ঘটে। অতিরিক্ত মানুষের ভারে মঞ্চটি ভেঙে পড়ে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। উৎসব উপলক্ষ্যে স্থানীয় আদিনাথ মন্দির প্রাঙ্গণে শত শত মানুষ জড়ো হয়েছিল। সেখানে কাঠ ও বাঁশ দিয়ে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। এই মঞ্চটি ভেঙে পড়ে নিচে বহু মানুষ চাপা পড়েন। এ দুর্ঘটনার সময় হুড়োহুড়ি ও পদদলনের ঘটনাও ঘটে। আহতদের মধ্যে অনেকের আঘাত গুরুতর। বিশৃঙ্খলার মধ্যে অনেককেই রক্তাক্ত অবস্থায় দেখা যায়।

বাগপাতের পুলিশ প্রধান অর্পিত বিজয়ভাগারজিয়া এনডিটিভিকে জানান, ঘটনার পরপরই সেখানে পুলিশ ও অ্যাম্বুলেন্স গিয়ে হাজির হয় আর আহতদের হাসপাতালে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে