বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ইরান কিনল রাশিয়ার তৈরি যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক
  ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
ইরান কিনল রাশিয়ার তৈরি যুদ্ধবিমান

রাশিয়ার তৈরি সুখই-৩৫ যুদ্ধবিমান ইরান কিনেছে বলে জানিয়েছেন দেশটির বিপস্নবী গার্ড বাহিনীর এক শীর্ষ কমান্ডার আলি শাদমানি। সোমবার স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এই প্রথমবার কোনও ইরানি কর্মকর্তা সুখই-৩৫ যুদ্ধবিমান কেনার বিষয়টি নিশ্চিত করলেন। তবে, আলি শাদমানি যুদ্ধবিমানগুলোর সংখ্যা বা সেগুলো ইতোমধ্যে ইরানে পৌঁছেছে কিনা, তা স্পষ্ট করেননি। খাতাম-আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের উপ-সমন্বয়ক শাদমানি বলেছেন, আমাদের আকাশ, স্থল ও নৌবাহিনীকে শক্তিশালী করার প্রয়োজনে সামরিক সরঞ্জাম কেনা হয়। সামরিক সরঞ্জাম তৈরির প্রক্রিয়াও ত্বরান্বিত হয়েছে। গত নভেম্বরে ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছিল, রাশিয়ার যুদ্ধবিমান কেনার বিষয়ে তেহরান চুক্তি চূড়ান্ত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে