মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র-চীন

ইস্পাত-অ্যালুমিনিয়ামে ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক মার্কিন পণ্যে চীনের পাল্টা কর কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র-চীন
সাগরে পণ্যবাহী জাহাজ -ইন্টারনেট

কার্যত বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ও চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্যনীতির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে চীনের পাল্টা কর কার্যকর হওয়ার মধ্য দিয়ে এই দুই দেশ বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে বলে আশংকা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, তার এই নতুন বাণিজ্যনীতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে কানাডার ওপর। গত রোববার ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্ট থেকে নিউ অরলিন্সে সুপার বোলে যাওয়ার পথে সাংবাদিকদের কাছে এই পরিকল্পনার কথা জানান ট্রাম্প। তিনি আরও বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের আমদানির ওপর শুল্ক আরোপ করে, তাদের জন্য পাল্টা শুল্ক বসানো হবে। তবে তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম উলেস্নখ করেননি বা কোনো ছাড় থাকবে কি না, সে বিষয়ে কিছু জানাননি। ট্রাম্প বলেন, যদি তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, তবে আমরাও তাদের ওপর শুল্ক আরোপ করবো।

কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ইস্পাত বাণিজ্য অংশীদার। পাশাপাশি, কানাডা দেশটির সবচেয়ে বড় অ্যালুমিনিয়াম সরবরাহকারীও বটে। এর আগে, ট্রাম্প তার প্রথম মেয়াদে কানাডা, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর যথাক্রমে ২৫ শতাংশ ইস্পাত ও ১০ শতাংশ অ্যালুমিনিয়াম আমদানি শুল্ক বসিয়েছিলেন। পরে কানাডা ও মেক্সিকোর সঙ্গে চুক্তির মাধ্যমে এই শুল্ক প্রত্যাহার করা হলেও ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক ২০২১ সাল পর্যন্ত বহাল ছিল। সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যে কোনো ইস্পাতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে।এ ঘোষণার পর কানাডার অন্টারিও প্রদেশের প্রধান ডগ ফোর্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, তিনি বাণিজ্যের নীতিগুলো ক্রমাগত পরিবর্তন করছেন, যা আমাদের অর্থনীতির জন্য হুমকি। কানাডার বেশিরভাগ ইস্পাত উৎপাদন কারখানাই অন্টারিওতে অবস্থিত।

এদিকে বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ জোরদার হওয়া এবং আরও কিছু দেশের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির মধ্যেই আমেরিকার কিছু পণ্যের ওপর চীনের আরোপ করা আমদানি কর সোমবার থেকে কার্যকর হ্রওয়ার কথা। সব ধরনের চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১০ শতাংশ করারোপের পর গত ৪ ফেব্রম্নয়ারি বেইজিং এ ঘোষণা দিয়েছিল। এর আগে রোববার ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রে সব স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এ বিষয়ে সোমবার পূর্ণ ঘোষণা আসতে পারে।

এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, তিনি আরও কিছু দেশের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। তবে কোন কোন দেশ এ ক্ষেত্রে তার টার্গেট হবে তা সুনির্দিষ্ট করে তিনি বলেননি। চীন সর্বশেষ কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫ শতাংশ আমদানি করসহ যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল। এছাড়া আমেরিকান অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং বড় ইঞ্জিনের গাড়ির ওপর দশ শতাংশ শুল্কও আরোপ করা হয়েছিল। গত সপ্তাহে, চীনা কর্তৃপক্ষ প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে অ্যান্টি মনোপলি তদন্ত শুরু করেছে। এছাড়া ডিজাইনার ব্রান্ড কালভিন ক্লেইন অ্যান্ড টমি হিলফিগার এর যুক্তরাষ্ট্রের মালিক পিভিএইচকে কথিত 'আনরিলায়েবল এনটিটি' তালিকায় যুক্ত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে