সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
যুক্তরাষ্ট্রের ক্ষত নিয়ে যুক্তরাজ্য সফরে জেলেনস্কি

পূর্ণ সমর্থনের সঙ্গে পেলেন উষ্ণ অভ্যর্থনা

ইউক্রেনের জন্য ২ দশমিক ২৬ বিলিয়ন পাউন্ডের চুক্তি সই রাজা চার্লসের সঙ্গে বৈঠক ও ইউরোপিয়ান সম্মেলনে যোগদান পাবে নতুন মাত্রা
আন্তর্জাতিক ডেস্ক
  ০৩ মার্চ ২০২৫, ০০:০০
পূর্ণ সমর্থনের সঙ্গে পেলেন উষ্ণ অভ্যর্থনা
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি -ইন্টারনেট

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সঙ্গে সাক্ষাত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় স্টারমার তাকে বলেছেন, 'যুক্তরাজ্য জুড়ে তার প্রতি পূর্ণ সমর্থন' রয়েছে। জেলেনস্কি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে বলেছেন, তিনি অত্যন্ত আনন্দিত যে তার দেশের এমন বন্ধু আছে। শনিবার জেলেনস্কি জানান, তিনি স্টারমারের সঙ্গে 'উষ্ণ ও গুরুত্বপূর্ণ' আলোচনা করেছেন। ইউক্রেনের অবস্থান শক্তিশালী করা ও নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া নিয়ে কথা বলেছেন তারা। টেলিগ্রাম অ্যাপে জেলেনস্কি লিখেছেন, "আমাদের সাক্ষাৎকালে আমরা ইউক্রেন ও পুরো ইউরোপের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা নিয়ে, আমাদের অংশীদারদের সঙ্গে সমন্বয় ও ইউক্রেইনের অবস্থান শক্তিশালী করতে যথাযথ পদক্ষেপ এবং ন্যায্যতার ভিত্তিতে নির্ভরযোগ নিরাপত্তা নিশ্চয়তাসহ যুদ্ধ শেষ করা নিয়ে কথা বলেছি।"। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাক-বিতন্ডার পর অন্যান্য ইউরোপী নেতারাও জেলেনস্কি ও ইউক্রেইনের প্রতি সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন। বৈঠককালে জেলেনস্কি এবং স্যার কিয়ের ইউক্রেনে সামরিক সরবরাহের জন্য ২ দশমিক ২৬ বিলিয়ন পাউন্ডের একটি চুক্তিতে সই করেছেন। এই অর্থ জব্দ করা রাশিয়ার সম্পদের মুনাফা থেকে শোধ হবে। শনিবারের বৈঠকের পর স্যার কিয়ের স্টারমার মার্কিন প্রেডসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল মাখোর সাথে কথা বলেছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা এবং বৃহত্তর ইউরোপীয় নিরাপত্তার বিষয়ে রোববার লন্ডনে ইউরোপীয় নেতাদের একটি সম্মেলন আয়োজন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। এছাড়া জেলেনস্কি রাজা চার্লস তৃতীয় এর সাথে সাক্ষাত করবেন। সম্প্রতি প্রধানমন্ত্রী স্টারমার নিজেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সেতু হিসেবে দেখাতে চেয়েছেন। ট্রাম্প প্রশাসন ইউরোপের নিরাপত্তার বিষয়ে যে কম জড়িত হতে চাইছে, সেই আকাঙ্খা ইউরোপও গ্রহণ করেছে।

ওভাল অফিসের বাগবিতন্ডার ঘটনার পর স্যার কিয়ের ফোনে ট্রাম্প ও জেলেনস্কির সাথে যোগাযোগ করেন। তিনি ইউক্রেনের জন্য একটি উপায় বের করতে চান, কেননা তারা শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টি চাইছেন। শনিবার জেলেনস্কির ডাউনিং স্ট্রীট সফরে যাওয়ার মধ্য দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য অব্যাহত সমর্থন জানানোর একটি সুযোগ সৃষ্টি হয়েছে। বৈঠককালে বাইরে জনতার উলস্নাসের কথা উলেস্নখ করে স্যার কিয়ের ইউক্রেনের নেতাকে বলেছেন: 'যুক্তরাজ্যের মানুষ এভাবেই বাইরে এসে দেখিয়েছে যে, তারা আপনাকে ও ইউক্রেনকে কতটা সমর্থন করে'। তিনি আরও বলেন: 'আমরা আপনার ও ইউক্রেনের সাথে আছি যতটা দীর্ঘ সময় দরকার'। জবাবে জেলেনস্কি বলেন: 'আমি অনেক মানুষ দেখেছি এবং যুদ্ধের শুরু থেকেই যুক্তরাজ্যের মানুষকে এমন বড় সমর্থনের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই'। তিনি জানান, রাজা চার্লসের সাথে বৈঠক নিয়ে তিনি অত্যন্ত আনন্দিত এবং ইউরোপিয়ান সম্মেলনের জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওই সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ ও ইউরোপীয় প্রতিরক্ষা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এটা পরিষ্কার যে রাজার সাথে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠকটি হচ্ছে তারই অনুরোধে, যাতে যুক্তরাজ্য সরকার সায় দিয়েছে। ডাউনিং স্ট্রীটের বৈঠকের পর জেলেনস্কি যুক্তরাজ্যে সমর্থনের প্রশংসা করেছেন। যুক্তরাজ্যের সান সংবাদপত্র জানিয়েছে, রাজা চার্লসের সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ পূর্ব ইংল্যান্ডে রাজার স্যান্ড্রিংহাম এস্টেটে হওয়ার কথা রয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্টের বাকবিতন্ডায় উদ্বেগ ছড়িয়েছে পশ্চিমা বিশ্বে। ইউক্রেনের প্রতি সমর্থন রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও বস্নকভুক্ত দেশগুলো। ইউক্রেনের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে কানাডা আর অস্ট্রেলিয়াও। তবে যুক্তরাষ্ট্রের এভাবে মুখ ফিরিয়ে নেওয়ায় শেষ পর্যন্ত জেলেনস্কি কতটুকু সুবিধা করতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়। শনিবার ইউরোজোনের দেশগুলোর নেতাদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য যাওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জেলেনস্কিকে উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে অভিবাদন জানান। শুক্রবার হোয়াইট হাউজের ওভাল দপ্তরে বৈঠক উত্তপ্ত তর্কবিতর্কের মধ্য দিয়ে শেষ হওয়ার পর ট্রাম্প ইউক্রেনকে সমর্থন দেওয়া বন্ধের হুমকি দিয়েছেন। ওই বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ট্রাম্প ও জেলেনস্কিকে ফোন করে তাদের সঙ্গে কথা বলেছেন।এরপর এক সাক্ষাৎকারে মাখো তাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে