মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

৪০ বছরের পুলিশ জীবনের ইতি টানলেন লোহাগড়ার কাজী আব্দুস সবুর

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ৩০ জুন ২০২৫, ২১:১৩
৪০ বছরের পুলিশ জীবনের ইতি টানলেন লোহাগড়ার কাজী আব্দুস সবুর
ছবি : যায়যায়দিন

বাংলাদেশ পুলিশ বিভাগে দীর্ঘ ৪০ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি টানলেন নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের কৃতি সন্তান পুলিশ কনস্টেবল কাজী আব্দুস সবুর।

পুলিশ কনস্টেবল কাজী আব্দুস সবুরের শেষ কর্মদিবস ছিল সোমবার (৩০ জুন)। এদিন লোহাগড়া থানা প্রশাসনের আয়োজনে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়।

সোমবার (৩০ জুন) লোহাগড়া থানা প্রাঙ্গণে আয়োজিত পুলিশ কনষ্টেবল আব্দুস সবুরের বিদায়ী অনুষ্ঠানে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও এসআই তারক বিশ্বাসের সঞ্চালনায় থানার সকল পুলিশ কর্মকর্তা, কর্মচারী ও সহকর্মীরা উপস্থিত ছিলেন।

বিদায়ী অনুষ্ঠানে ওসি শরিফুল ইসলাম বলেন, 'কাজী আব্দুস সবুর একজন সৎ, কর্তব্যপরায়ণ ও নিরহংকারী পুলিশ কনস্টেবল ছিলেন। আমরা তার অবদানের জন্য কৃতজ্ঞ। নতুন প্রজন্মের জন্য তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।"

অনুষ্ঠান শেষে তাঁর হাতে সম্মাননা স্মারক, ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এরপর পুলিশের সুসজ্জিত গাড়ীতে করে তার নিজ বাড়ি উপজেলার পাঁচুড়িয়া গ্রামে পৌঁছে দেওয়া হয়।

এক প্রতিক্রিয়ায় পুলিশ কনষ্টেবল আব্দুস সবুর বলেন, দীর্ঘ চাকুরী জীবনে তাঁর অনেক স্মৃতি রয়েছে। সততা, নিষ্ঠা আর দায়িত্ব-কর্তব্যে অবিচল থেকে আমার আজকের এই অবস্থান। তিনি পুলিশ বিভাগের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এ সময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, পুলিশ কনষ্টেবল আব্দুস সবুর ১৯৮৫ সালের ২১ আগষ্ট রাজশাহী রেঞ্জের অধীন নওগাঁ জেলায় যোগদান করেন। এরপর দীর্ঘ ৪০ বছর ২ মাস ৮ দিন নিষ্ঠা ও সততার সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন শেষে সোমবার (৩০ জুন) লোহাগড়া থানা থেকে অবসরে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে