সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ন্যাটো মহাসচিব জেলেনস্কিকে অবশ্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সংশোধন করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক
  ০৩ মার্চ ২০২৫, ০০:০০
ন্যাটো মহাসচিব জেলেনস্কিকে অবশ্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সংশোধন করতে হবে
ন্যাটোর মহাসচিব মার্ক রুট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে নজিরবিহীন বাগবিতন্ডার ঘটনাটি ঘিরে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। এই ঘটনার জেরে জেলেনস্কিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর এবার এই ঘটনায় বার্তা দিয়েছে সামরিক জোট ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন এই জোটের প্রধান বলেছেন, জেলেনস্কিকে অবশ্যই ট্রাম্পের সাথে সম্পর্ক সংশোধন করতে হবে। এমনকি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলার কথাও জানিয়েছেন তিনি। শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ন্যাটো মহাসচিব মার্ক রুট শনিবার বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক সংশোধনের "একটি উপায় খুঁজে বের করা"। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুট বলেছেন, হোয়াইট হাউসে তার (জেলেনস্কি) এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে জেলেনস্কির সাথে তিনি ফোনে দুবার কথা বলেছেন।

তিনি ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন উলেস্নখ করে রুট বলেছেন, ফোনালাপে কী আলোচনা হয়েছে তা বলার জন্য তিনি অনুমোদিত ব্যক্তি নন। ন্যাটো প্রধান বলেন, তিনি জেলেনস্কিকে বলেছেন, "ট্রাম্প এখন পর্যন্ত ইউক্রেনের জন্য যা করেছেন তা সম্মান করা উচিত।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে