পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের খুজদার জেলার বোমা হামলায় ৫ জন নিহত এবং আহত হয়েছে আরও ৫ জন। বুধবার সকালে জেলার নাল বাজার এলাকায় ঘটেছে এ ঘটনা। হামলায় ব্যবহৃত বোমাটি ছিল একটি শক্তিশালী ইম্প্রোভাইসড এক্সপেস্নাসিভ ডিভাইস (এলইডি)। সাধারণত সন্ত্রাসী হামলার ক্ষেত্রে এ ধরনের বোমা ব্যবহার করা হয়। পুলিশ জানিয়েছে, বোমাটি একটি মোটরসাইকেলে ফিট করা হয়েছিল; আর সেই মোটরসাইকেলটি রাখা হয়েছিল একটি জনসমাগমপূর্ণ স্থানে। বোমা বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধারে এগিয়ে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল। নাল বাজারের যে এলাকায় বোমা বিস্ফোরণ ঘটেছে, সেটি কর্ডন করে রাখা হয়েছে। মাত্র ৩ দিন আগে বেলুচিস্তানের কালাত জেলার মুঘলজাই এলাকায় পাকিস্তানের সেনাবাহিনীর গাড়িবহরকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালিয়েছিলেন একজন নারী।