রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
ব্রাসেলসে ইইউ নেতাদের সম্মেলন

আসতে পারে প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক
  ০৭ মার্চ ২০২৫, ০০:০০
আসতে পারে প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত

ইউক্রেনের সমর্থনের সামরিক সহায়তা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ইউরোপীয় নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভের জন্য সামরিক সহায়তা স্থগিতের প্রেক্ষাপটে বৃহস্পতিবার এক সম্মেলনে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের নেতারা ব্রাসেলসে এক সম্মেলনে যোগ দেবেন। এখানে অংশগ্রহণ করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ইউক্রেনের প্রতি সমর্থন জানানো সম্পর্কিত বিবৃতিতে হাঙ্গেরি সায় না দেওয়ায় ঐক্য প্রদর্শনের প্রচেষ্টা কিছুটা ক্ষুন্ন হতে পারে। ইউরোপের প্রতিরক্ষা নীতিতে নাটকীয় পরিবর্তনের মধ্যেই এই সম্মেলন আয়োজিত হচ্ছে। ইউক্রেনে রুশ আগ্রাসন ইউরোপকে উদ্বিগ্ন করে তুলেছে। তাদের আশঙ্কা, এই যুদ্ধে রাশিয়া দায়মুক্তি পেলে ভবিষ্যতে ইইউভুক্ত দেশ তাদের হামলার শিকার হতে পারে। পাশাপাশি, তারা মার্কিন নিরাপত্তা সহায়তার ওপর আর পুরোপুরি নির্ভর করতে পারছেন না। ট্রাম্প দাবি করেছেন, তিনি উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।তবে তিনি ইউরোপকে নিজস্ব নিরাপত্তার দায়িত্ব আরও বেশি নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এর আগেও বলেছিলেন, যে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যয় করছে না, তাদের সুরক্ষা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার নয়। কিয়েভের দিক থেকে মার্কিন সমর্থন সরে গিয়ে মস্কোর প্রতি আরও নমনীয় অবস্থান দেখা দেওয়ায় গভীর উদ্বেগে পড়েছেন ইউরোপীয় নেতারা। তাদের দৃষ্টিতে, রাশিয়া ইউরোপের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে