পোল্যান্ডের সকল পুরুষকে সামরিক প্রশিক্ষণের আওতায় আনার কাজ চলছে। শুক্রবার পোলিশ পার্লামেন্টে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এ কথা জানান। তিনি বলেন, তার সরকার আগামী কয়েক মাসের মধ্যে এর সম্পূর্ণ বিবরণ প্রকাশ করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। তিনি বলেন, 'আমরা চেষ্টা করব এ বছরের শেষ নাগাদ এমন এক মডেল তৈরি করতে যাতে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধের পরিস্থিতিতে প্রশিক্ষিত থাকে; যাতে এই রিজার্ভ বাহিনী সম্ভাব্য হুমকির তুলনায় যথাযথ ও কার্যকর হয়।'
টাস্ক বলেন, ইউক্রেনের সেনাবাহিনীর সংখ্যা ৮ লাখ। রাশিয়ার প্রায় ১৩ লাখ। পোলিশ সেনাবাহিনীর আকার ২ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ করতে চান টাস্ক। আর এই সেনাবাহিনীতে রিজার্ভ সৈন্যরাও অন্তর্ভুক্ত থাকবে। এ বিষয়ে প্রতিনিয়ত প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলছেন টাস্ক। তিনি বলেন, যারা সরাসরি যোগ দেননি তাদেরও কঠোর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সেনায় পরিণত করতে হবে। যাতে তারা যুদ্ধের সময় সম্পূর্ণ প্রস্তুত থাকে।