শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ইউক্রেনের ৩ হাজার ২০০ কোটি ডলার সহায়তা আটকে দিল হাঙ্গেরি

আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ মার্চ ২০২৫, ০০:০০
ইউক্রেনের ৩ হাজার ২০০ কোটি ডলার সহায়তা আটকে দিল হাঙ্গেরি

যুক্তরাষ্ট্র সহায়তা স্থগিত করার পর ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ইউরোপ। ইউক্রেনকে সামরিক সহায়তা বাবদ ৩ হাজার কোটি ইউরো (৩ হাজার ২০০ কোটি ডলার) প্রদানের প্রক্রিয়া শুরু করেছিল ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্যরাষ্ট্র হাঙ্গেরির আপত্তির কারণে আটকে গেছে প্রতিশ্রুত সেই সহায়তা।

এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের কার্যনির্বাহী অংশ ইউরোপিয়ান কাউন্সিলের বৈঠকে ইউক্রেনকে সহায়তা প্রদানের ব্যাপারটি প্রস্তাব আকারে তোলা হয়। সেসময়েই তাতে ভেটো বা আপত্তি জানান হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান। আপত্তির পক্ষে যুক্তি দিয়ে অরবান বলেন, "বলা হচ্ছে, ইউক্রেন যেন যুদ্ধ চালিয়ে যেতে পারে, সেজন্যই প্রদান করা হচ্ছে এই সহায়তা। এখানেই আমাদের আপত্তি, কারণ হাঙ্গেরি কখনও যুদ্ধ-সংঘাতকে সমর্থন বা প্রশ্রয় দেয় না। হাঙ্গেরির মূল নীতি হলো শান্তি, সংলাপ ও কূটনৈতিক তৎপরতা।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে