উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'বিএইউ ব্রাদার্স ফোরামের' পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 'হৃদয়ে বাকৃবি' স্স্নোগানে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্য বাকৃবির সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা। শুক্রবার (১৪ ফেব্রম্নয়ারি) সকালে বাকৃবি চত্বরে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) সম্মেলন কক্ষে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভায় সংগঠনের ভূমিকা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বিএইউ ব্রাদার্স ফোরাম শুধু পুনর্মিলনীর আয়োজনই করে না, বরং এটি বাকৃবির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে। ভবিষ্যতে এই সংগঠন আরও বৃহত্তর পরিসরে শিক্ষার্থীদের উন্নয়ন ও সহযোগিতার জন্য কাজ করবে বলে জানানো হয়। এ সময় বাকৃবির সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি ও স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে সবাই নিজেদের অভিজ্ঞতা ও স্মৃতিগুলো উপস্থাপন করেন। দুপুরের পর পুনর্মিলনীতে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাবেক, নবীন, প্রবীণের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামসংলগ্ন খেলার মাঠ। সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে ইঙ্গিত সাংস্কৃতিক জোটের পরিবেশনায় গান ও নাটিকা মঞ্চস্থ হয়। শেষ বেলাতে চলে লটারির আনন্দ। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এসে পুরোনো দিনগুলোতে ফিরে যান ফোরামের সদস্যরা। চেনা ক্যাম্পাস, বন্ধু, সিনিয়র, জুনিয়র সবাইকে একসঙ্গে পেয়ে আবেগে আপস্নুত হয়ে পড়েন অনেকেই। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা জানান, এই ধরনের পুনর্মিলনী তাদের সম্পর্ক আরও দৃঢ় করে এবং একে অপরের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের সুযোগ করে দেয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই দিনটি 'হৃদয়ে বাকৃবি'র সব অংশগ্রহণকারীর জন্য স্মরণীয় হয়ে থাকবে।