বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল প্রসঙ্গে

  ৩০ এপ্রিল ২০২৩, ০০:০০
এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল প্রসঙ্গে

আমাদের দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি তথা এমপিওভুক্ত। এই এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক দায়িত্ব সুষ্ঠুুভাবে পালনের জন্য সহকারী প্রধান শিক্ষকের একটি পদ রয়েছে। একাডেমিক দায়িত্ব পালনের পাশাপাশি বেশকিছু বিষয়ের ক্লাসও তাকে নিতে হয়। বর্তমানে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ৮ম গ্রেডে বেতন পেয়ে থাকেন, আবার এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরাও সম্প্রতি ২য় উচ্চতর স্কেল পেয়ে ৮ম গ্রেডে আপগ্রেড হয়ে বেতন-ভাতা পাচ্ছেন, যা একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষকের জন্য বেশ লজ্জাস্কর। উলেস্নখ্য, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ৭ম গ্রেডে বেতন পেয়ে থাকেন এবং সম্মানিত প্রধান শিক্ষকরা ৬ষ্ঠ গ্রেডে বেতন পেয়ে থাকেন। একই দেশে দুই নিয়ম যা পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নেই। আমি মনে করি, এমপিওভুক্ত সহকারী প্রধান শিক্ষকদের ৭ম গ্রেডে বেতন বাস্তবায়ন করা হলে সহকারী প্রধান শিক্ষকদের সঠিক মূল্যায়ন করা হবে এবং তাদের মর্যাদা অক্ষুণ্ন থাকবে।

সুতরাং, মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট সবিনয়ে আবেদন, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকদের অনুরূপ ৭ম গ্রেড বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই আশা করি।

1

ভুক্তভোগী এমপিওভুক্ত সহকারী প্রধান শিক্ষকদের পক্ষে-

\হ

মো. মোশতাক মেহেদী

সহকারী প্রধান শিক্ষক

বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী, কুষ্টিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে