সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
পাঠক মত

রেলসেবায় পরিকল্পিত ব্যবস্থাপনার অভাব

আবু বকর
  ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

রেলওয়ে পরিবহণ, যা বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত বৃহত্তম সেবা খাত। এটি দেড়শ বছরেরও অধিক সময় ধরে আমাদের পরিবহণ সেবা দিয়ে আসছে। সময়ের স্রোতে যাত্রীদের দুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগে এই সেবা খাত আধুনিকায়ন করছে। কিন্তু সঠিক তদারকির অভাবে অনেক বিয়োগান্তক দুর্ঘটনা ঘটছে! এটি খুবই অপ্রীতিকর বিষয়, যা প্রায়শই ঘটে থাকে। যেমন: রেললাইন কেটে ফেলা, অগ্নিসংযোগ, রেলক্রসিং সুরক্ষিত না থাকা, একই লাইনে দুই রেলের মুখোমুখি সংঘর্ষ, সিগন্যালের অব্যবস্থাপনা, জনগণের ট্রাফিক আইন না মানা ইত্যাদি। যাত্রীকল্যাণ সমিতির এক জরিপে দেখা যায়, ২০২২ সালে ৬০৬টি দুর্ঘটনায় ৫৫০ জন নিহত হয়েছেন। বিশেষ করে, কিছু স্বার্থান্বেষী দলগুলো এই কাজ করে অস্থির পরিবেশ তৈরি করে রাখে। যার মূল বলির শিকার হয় সাধারণ যাত্রীরা। সাম্প্রতিক সময় দেশে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, রেললাইন কাটা ও অগ্নিসংযোগসহ নানা ধরনের দুর্ঘটনায়, এই সেবার মান নিশ্চিত করা হচ্ছে না। ফলে যাত্রীদের মধ্যে ভীতি সঞ্চার হয়েছে। যা একটি দেশের সেবার মান ও নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। সুতরাং, যাত্রীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে, অব্যবস্থাপনার কারণগুলো খুঁজে বের করে তা সমাধান করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য রেল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

আবু বকর

কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া

জার্নালিজম শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে