সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ময়লা-আবর্জনায় পরিপূর্ণ খাল

ওমর ফারুক, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
  ১১ মার্চ ২০২৪, ০০:০০

এই আবর্জনার শেষ কোথায়? চট্টগ্রাম জানে আলম দোভাষ সড়ক (এক্সেস রোড়) এখন অতি আলোচিত। লোকমুখে আড্ডার বিষয়বস্তু। এই নব্য রাস্তাটি খুবই সুন্দরের জন্য বিখ্যাত। ওয়ান-বাই-ওয়ান হাইওয়ে। এত দারুণ সড়ক হওয়ার পরও পাশের খালগুলোর অবস্থা নাজেহাল। সামান্য বৃষ্টি হলেই হাজার হাজার মানুষের কষ্টের সীমা থাকে না। এই ময়লা-আবর্জনার পাশে রয়েছে সহস্র বাড়ি ও দোকানপাট। পথশিশুরা খেলায় মশগুল খালে। খুঁজে বেড়াচ্ছে হরেকরকম কিছু। চড়ে বেড়াচ্ছে ময়লার ওপর। মশা-মাছি হই হই করে বাড়ছে। ভো-ভো করে উড়ছে মশা। বৃষ্টি হলেই বোঝা যায়, কত নির্মম জায়গা! ময়লা-আবর্জনা জমা হতে হতে কম হলেও দশ-পনেরো ফুট গভীর। এমন ছোট ছোট খাল কয়েকটা রয়েছে। ময়লায় পরিপূর্ণ একেবারে। হাঁটাচলার পরিস্থিতি নেই। তবে মানুষ কষ্ট সহ্য করে দিব্যি বাস করছে। সিটি করপোরেশনের নজর দেওয়া দরকার। অথচ, সড়কের সঙ্গে লেগেই তৈরি হচ্ছে দৈত্যকার দালানকোঠা। পরিবর্তন হচ্ছে বসতবাড়ি। ২০-২৫ ফ্লোরবিশিষ্ট বিশাল দালান ইতোমধ্যেই রমরমা! খেয়াল করলে দেখা যায়, আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে হলে জীবন শেষ। গভীর বনে গাড়ি ঢুকার মতোই অবস্থা। ভেতরের রাস্তা পরিষ্কার ও বড় না করলে কিংবা খালের ময়লার উপযুক্ত ব্যবস্থা না নিলে কঠিন হবে পরিস্থিতি। ভবন নির্মাণের আগে রাস্তা প্রশস্ত করা জরুরি। স্থান বগারবিল, শান্তিনগর, বাকলিয়া, চট্টগ্রাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে