ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যা আমরা সবাই জানি। এমনকি সিগারেটের প্যাকেটেও লেখা থাকে। তবুও ধূমপায়ীরা ধূমপান করে। ধূমপানের ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ক্যানসারের (বিশেষত ফুসফুসের ক্যানসার, প্যানক্রিয়াসের ক্যানসার, ল্যারিংস ও মুখগহ্বরের ক্যানসার) ঝুঁকি বহুগুণ বাড়ে। তামাক উচ্চ রক্তচাপ ও প্রান্তীয় রক্তনালীর রোগ সৃষ্টি করতে পারে। ধূমপায়ী ব্যক্তি শুধু নিজের ক্ষতিই করছে না; বরং আশপাশের মানুষ ও পরিবেশেরও ক্ষতি করছে। এ ছাড়া গর্ভবতী নারীদের ওপরও ধূমপানের ক্ষতিকর প্রভাব পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, প্রতিবছর সারাবিশ্বে প্রায় ৬০ লাখ লোক তামাকের ক্ষতিকর প্রভাবে মারা যায়, (সর্বমোট মৃতু্যর প্রায় ১০%) যার প্রায় ছয় লাখ পরোক্ষ ধূমপানের শিকার। তাই পরোক্ষ ধূমপানের প্রভাবে যেন কারও ক্ষতি না হয়, এ জন্য পাবলিক পেস্নসে ধূমপান নিষিদ্ধ করতে হবে এবং এর বিরুদ্ধে কঠোর আইন করতে হবে। আইন করলেই শুধু চলবে না, আইনের প্রয়োগও করতে হবে। তাই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
কাজী মালিহা আকতার
শিক্ষার্থী
উদ্ভিদ বিজ্ঞান বিভাগ
চট্টগ্রাম কলেজ