এক লোক সকাল সকাল ফেসবুক খুলে বসেছিল। তার এক নারী বন্ধু লুচি, আলুরদমের ছবি আপলোড করে লিখলেন, 'এসো, সবাই ব্রেকফাস্ট করি।'
লোকটি কমেন্ট করলেন, 'খুব ভালো টেস্ট ছিল' লোকটির স্ত্রী এই কমেন্ট দেখে স্বামীকে আর টিফিন দিলেন না।
চার ঘণ্টা না খেতে দেওয়ার পর স্ত্রী বললেন-
স্ত্রী : শুনছ?
স্বামী : কী হয়েছে?
স্ত্রী : তুমি কি লাঞ্চ ঘরে করবে নাকি ফেসবুকে?