হর গোবিন্দ খোরানা (৯ জানুয়ারি, ১৯২২-৯ নভেম্বর, ২০১১) ছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী। তিনি ১৯৬৮ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। আমিনো এসিডের কোডন-এর সিকুয়েন্স বের করার এক সহজ পদ্ধতির আবিষ্কার করেছিলেন তিনি। ড. হর গোবিন্দ খোরানা পশ্চিম পাঞ্জাবের (বর্তমান লাহোর, পাকিস্তান) রায়পুর গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন গ্রাম্য ট্যাক্স সংগ্রাহক। হর গোবিন্দ খোরানা লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৩ সালে বিএসসি এবং ১৯৪৫ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৫২ সালে ভ্যাঙ্কুভারের ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় যোগদান করেন। ১৯৬০ সালে ম্যাডিসনের ইউনিভার্সিটি অব উইসকনসিনে যোগদান করেন। ১৯৭০ সালে তিনি ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজিতে যোগদান করেন এবং ২০০৭ সাল পর্যন্ত সেখানে শিক্ষকতা করেন। চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ছাড়াও, গির্ডনার ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, লুইজা গ্রস হরউইটজ প্রাইজ (কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র), উইলার্ড গিবস অ্যাওয়ার্ড (মার্কিন যুক্তরাষ্ট্র), এছাড়া, ভারত সকারের কাছে পেয়েছেন পদ্মবিভূষণ পুরস্কার। উলেস্নখ্য, ২০০৭ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসন, ভারত সরকার ও ইন্দো-আমেরিকা বিজ্ঞান ও প্রযুক্তি ফোরাম 'খোরানা প্রোগ্রাম' চালু করে। এই প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য ছিল স্নাতক স্তরের ছাত্র-ছাত্রীদের গবেষণার সুযোগ দেওয়া আর দ্বিতীয়ত ছাত্রছাত্রীদের যুক্তরাষ্ট্র ও ভারতের সহাবস্থানের মাধ্যমে দুই দেশেরই গ্রামোন্নয়ন আর খাদ্য নিরাপত্তা সুরক্ষিত করতে সাহায্য করা।