রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
স্মরণীয়-বরণীয়

হ্যারি সিনক্লেয়ার লুইস

  ১০ জানুয়ারি ২০২৫, ০০:০০
হ্যারি সিনক্লেয়ার লুইস
হ্যারি সিনক্লেয়ার লুইস

হ্যারি সিনক্লেয়ার লুইস (৭ ফেব্রম্নয়ারি, ১৮৮৫-১০ জানুয়ারি, ১৯৫১) ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী বিখ্যাত ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং নাট্য রচয়িতা। তার প্রাকৃতিক লিখনশৈলী ও বিষয় নির্বাচনে স্বচ্ছতা পরবর্তীকালের লেখকদের ব্যাপকভাবে প্রভাবান্বিত করেছিল। ১৯৩০ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। হ্যারি সিনক্লেয়ার লুইসই প্রথম মার্কিন লেখক যিনি এ পুরস্কারের লাভের সৌভাগ্য অর্জন করেন। তার রচনায় আমেরিকার মধ্যবিত্ত সমাজের উদ্দেশ্যহীনতা ও একঘেয়েমির কথা বিবৃত হয়েছে। লেখাগুলোর অন্তর্দৃষ্টিতে আমেরিকান সমাজের সমালোচনা ও বুর্জোয়ানীতির কথা প্রবলভাবে তুলে ধরা হয়েছে। এর ফলে, আধুনিককালের মার্কিনি কর্মজীবী নারীদের শক্ত মানসিকতা ও চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাপকভাবে ফুটে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সাউক সেন্টার নামীয় গ্রামে জন্মগ্রহণ করেন লুইস। শৈশবেই তিনি বই-পুস্তক পাঠ করতে ভালোবাসতেন ও ব্যক্তিগত দিনপঞ্জিকা ব্যবহার করতেন। মা এমা কারমন লুইস ১৮৯১ সালে মৃতু্যবরণ করেন। ফলে, পরের বছর তার বাবা পুনরায় ইসাবেল ওয়ার্নার নামীয় এক রমণীর পাণিগ্রহণ করেন। ইসাবেল ওয়ার্নারের সহযোগিতায় লুইস বড় হতে থাকেন। ১৩ বছর বয়সে বাড়ি থেকে বের হয়ে গেলেও ফিরে আসতে বাধ্য হন। লুইস ১৯০৭ সালে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯০৭ থেকে ১৯১৬ সাল পর্যন্ত অনেক সংবাদপত্রের প্রতিবেদক ছিলেন ও দ্য স্যাটারডে ইভিনিং পোস্ট এবং কসমোপলিটন সাময়িকীর সাহিত্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার প্রথম উপন্যাস আওয়ার মিস্টার রেন ১৯১৪ সালে প্রকাশিত হয়। এ রচনার মাধ্যমে তিনি ব্যাপকভাবে পাঠকের মনোযোগ আকর্ষণ ও নজর কাড়তে সক্ষম হন। পাশাপাশি বেশ সমালোচনার মুখোমুখি পড়েন। ১৯২০ সালে প্রকাশিত মেইন স্ট্রিট গ্রন্থে মধ্যবিত্ত সমাজের জীবনধারায় উদ্দেশ্যহীনতা, আবেগিক হতাশা, আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তি চর্চার অভাবের কথা তুলে ধরেন। এটি শুধু উপন্যাসই ছিল না; পরবর্তী সময়ে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের পাঠ্যপুস্তকেও অন্তর্ভুক্ত হয়েছিল। এছাড়াও, ব্যাবিট, অ্যারোজস্মিথ, এলমার গ্যান্ট্রি ইত্যাদি তার অমূল্য রচনা হিসেবে স্বীকৃত। ১৯২৬ সালে অ্যারোজস্মিথ নামীয় গ্রন্থের জন্য পুলিৎজার পুরস্কারে ভূষিত হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ১৯৩০ সালে লুইস সিনক্লেয়ার সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৩০ সালের পর তার সাহিত্যিক অবদান বৈশ্বিকভাবে স্বীকৃতি পেতে থাকে। সাহিত্য চর্চায় অসামান্য অবদান রাখায় মার্কিন যুক্তরাষ্ট্রের ডাকবিভাগ থেকে প্রকাশিত সেরা আমেরিকান ধারাবাহিক শিরোনামে ডাকটিকেটে অন্তর্ভুক্ত হয়ে তিনি সম্মানিত হন। জীবনের শেষ দিনগুলোয় প্রায়শই তিনি দেশের বাইরে কাটাতেন। ১০ জানুয়ারি, ১৯৫১ সালে ইতালির রোম নগরীতে তার মৃতু্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে