শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
স্মরণীয়-বরণীয়

উইলিয়াম বাটলার ইয়েটস

  ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
উইলিয়াম বাটলার ইয়েটস
উইলিয়াম বাটলার ইয়েটস

উইলিয়াম বাটলার ইয়েটস (১৩ জুন, ১৮৬৫-২৮ জানুয়ারি, ১৯৩৯) বিশ শতকের সাহিত্যাঙ্গনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ আইরিশ কবি, নাট্যকার ও প্রভাবশালী ব্যক্তিত্ব। আইরিশ ও ব্রিটিশ উভয় সাহিত্যেরই একজন প্রবাদ পুরুষ হিসেবে উইলিয়াম বাটলার ইয়েটসকে গণ্য করা হয়। জীবনের শেষ বছরগুলোতে তিনি দুই মেয়াদে আইরিশ সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। তার সাহিত্যকর্মে কেল্টিক সাহিত্য, লেডি গ্রেগরি, ও অ্যাবি থিয়েটারের স্থপতি এডওয়ার্ড মার্টিনের গুরুত্বপূর্ণ প্রভাব বিদ্যামান। ১৯০০ সাল থেকে তার কবিতা শারীরিক ও বাস্তবধর্মী হয়ে উঠতে থাকে। ১৯২৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার পুরস্কার প্রাপ্তি সম্পর্কে নোবেল কমিটির বর্ণনা ছিল, 'অণুপ্রেরণা জাগানো কবিতা- যা খুবই শৈল্পিকভাবে পুরো জাতির স্পৃহা জাগানো ভাবটিকে প্রকাশ করেছে।' ইয়েটস ছিলেন কোনো ক্ষেত্রে সর্বোচ্চ সম্মানপ্রাপ্ত প্রথম আয়ারল্যান্ডীয়। তাকে বলা হয় সেই গুটিকয়েক সাহিত্যিকদের একজন- যাদের সর্বোৎকৃষ্ট কাজগুলো লিখিত হয়েছে নোবেল পুরস্কার জয়ের পর। তার এসব কাজের মধ্যে আছে দ্য টাওয়ার এবং দ্য উইন্ডিং স্টেয়ার অ্যান্ড আদার পোয়েমস। 'ইস্টার সানডে' তার অন্যতম একটি বিখ্যাত কবিতা, যেটি আইরিশ বিপস্নবের ঘটনাকে তুলে ধরে। ইয়েটস জন্মগ্রহণ ও পড়াশোনা করেছেন আয়ারল্যান্ডের ডাবলিন প্রদেশের স্যান্ডিমাউন্টে, কিন্তু তার শিশুকালের বেশিরভাগ সময় কেটেছে আয়ারল্যান্ডের শহর কাউন্টি স্স্নিগোতে। যুবক বয়সেই তার কবিতা পড়ার শুরু ও এই বয়সেই তিনি আয়ারল্যান্ডীয় কিংবদন্তিগুলো এবং অকাল্ট সাহিত্যের দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। তার প্রথম পর্যায়ের কাজগুলোজুড়ে এই প্রভাবে ছাড়া দেখা যায়। উনিশ শতকের শেষ পর্যন্ত তার এই কাজের ধারা চলতে থাকে। তার সর্বপ্রথম কবিতাগ্রন্থ প্রকাশিত হয় ১৮৮৯ সালে। ইয়েটসকে ধরা হয় ঐতিহ্যগত ভাবধারার অত্যন্ত দক্ষতাসম্পন্ন একজন কবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে