প্রশ্ন : ১৩ (পত্র)
(৩)
সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য বই কেনার টাকা চেয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখ।
মিরপুর
১২.০৬.২০১৯
শ্রদ্ধেয় বাবা,
সালাম নেবেন। আম্মাকেও আমার সালাম জানাবেন। আশা করি ভালো আছেন। বাড়ি থেকে এসে আপনাকে চিঠি লিখতে একটু দেরি হলো। ভেবেছিলাম প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল জানিয়েই চিঠি লিখব। সেজন্যই দেরি হলো। গত সপ্তাহে ফলাফল বের হলো। আপনি জেনে খুবই খুশি হবেন, আমি এ পরীক্ষার সব বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছি। এখন আমি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এজন্য আমার দুটি বই কেনার দরকার। তাই কিছু টাকা প্রয়োজন। আমার জন্য বেশি চিন্তা করবেন না।
ভালো থাকবেন। দোয়া করবেন।
ইতি
মিরাজ
৪. তোমার বন্ধুকে পরীক্ষা শেষে ছুটি কীভাবে কাটাবে তা জানিয়ে একটি পত্র লেখ।
বান্দরবান
১৫.১২.২০১৯
প্রিয় রুমি,
শুভেচ্ছা নিও। গতকাল তোমার চিঠি পেয়েছি। তুমি জানতে চাইলে ছুটি আমি কীভাবে কাটাচ্ছি।
আমি চিন্তা করলাম ছুটিতে কিছু বই পড়ব আর বাগান করব। সেজন্য আমি বেশকিছু টব সংগ্রহ করেছি ও গাছ লাগানো শুরু করেছি। প্রথমে আমি কিছু ফুলগাছ লাগাবো যেমন- গোলাপ, বেলি, গাঁদা। এরপর ফলগাছ লাগাবো যেমন- পেয়ারা, পেঁপে, আতা। এছাড়া ভাবছি তোমাদের বাড়ি বেড়াতে যাবো।
আজ আর নয়। শিগগিরই দেখা হবে।
ইতি
শীলা
আবেদনপত্র
(১) মনে করো, তোমার নাম আবুল/আয়েশা। তুমি বাসাইল প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়। এখন বিদ্যালয় থেকে মিরপুর চিড়িয়াখানা পরিদর্শনে যাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।
তারিখ : ২১-৬-২০২০
বরাবর
প্রধান শিক্ষক
বাসাইল প্রাথমিক বিদ্যালয়
বাসাইল, টাঙ্গাইল।
বিষয় : চিড়িয়াখানা পরিদর্শনের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। ঢাকার মিরপুর চিড়িয়াখানায় আমাদের যাওয়ার সুযোগ হয়নি। তাই আপনার তত্ত্বাবধানে আমরা মিরপুর চিড়িয়াখানা পরিদর্শনে যেতে আগ্রহী।
অতএব, আমাদের আবেদন বিবেচনা করে সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে মহাশয়ের আজ্ঞা হয়।
নিবেদক
পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রীদের পক্ষে
আবুল/আয়েশা, রোল নং-১
বাসাইল প্রাথমিক বিদ্যালয়, বাসাইল, টাঙ্গাইল।
(২)
মনে করো, তোমার নাম মানিক/ময়না। তোমার বিদ্যালয়ের নাম রসুলনগর প্রাথমিক বিদ্যালয়। এলাকার 'কিশোর সংঘ' আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।
তারিখ : ২১-৬-২০২০
বরাবর
প্রধান শিক্ষক