মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

হবিগঞ্জে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ২০ মে ২০২৫, ১২:০৯
আপডেট  : ২০ মে ২০২৫, ১২:১১
হবিগঞ্জে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 
ছবি: যায়যায়দিন

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে ৪টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও অর্ধশত লোক আহত হয়েছে। আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। সোমবার (১৯ মে) বিকালের দিকে এসব দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা ২টার দিকে বজ্রবৃষ্টি চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর ও বাহুবল বাজারের মধ্যবর্তী চারগাঁও নামক স্থানে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ থেকে সিলেটগামী ও সিলেট থেকে ঢাকাগামী দুটি যাত্রীবাহী কোচ ধুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বাসের চালক নিহত ও অন্তত আরো ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতাল ও মর্গে প্রেরণ করেছেন। হবিগঞ্জ সদর হাসপাতালে আনার পর আহত ১ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। দুর্ঘটনার ফলে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি হওয়ায় প্রায় ঘণ্টাখানেক ঢাকার সাথে সিলেটের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এতে রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনা কবলিত গাড়িগুলো অন্যত্র সড়িয়ে নিলে সোমাবার বেলা ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

1

নিহতরা হলেন- ঢাকা-সিলেট রোডের রিয়েল কোচের চালক কুমিল্লার আবুল কাশেম (৩৫) এবং ময়মনসিংহ-সিলেট রোডের সিপাল কোচের চালক ময়মনসিংহের মাসকান্দা এলাকার সুলতান মিয়ার পুত্র তৌকির মিয়া (৩০) ও নিহত ১ জনের পরিচয় জানা যায়নি।

এদিকে, একই সময়ে মহাসড়কের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজার সংলগ্ন রাবার সাইনবোর্ড, পুটিজুরী বাজার সংলগ্ন শেওড়াতুলী ও ডুবাঐ বাজার সংলগ্ন আদিত্যপুর নামক স্থানে পৃথক দুর্ঘটনা ঘটে। উক্ত ঘটনাগুলোতে আরো অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগুলোতে কয়েকটি যাত্রীবাহী বাস ও ট্রাক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বিষয়গুলো নিশ্চিত করে জানান, নিহতদের লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে