রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নবম-দশম শ্রেণির পড়াশোনা

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
  ১৭ জুলাই ২০২১, ০০:০০
নবম-দশম শ্রেণির পড়াশোনা
নবম-দশম শ্রেণির পড়াশোনা

আজ তোমাদের জন্য সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

ষষ্ঠ অধ্যায়

1

গ) জনাব 'ক' জেলা প্রশাসকের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। কারণ জেলা প্রশাসনব্যবস্থা মাঠ বা স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি অংশ বা স্তর। এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন জেলা প্রশাসক। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য। তাকে কেন্দ্র করে জেলার সব সরকারি কাজ পরিচালিত হয়। উদ্দীপকে জনাব 'ক' একজন প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম বিভাগের একটি জেলায় একটি খেলার মাঠ এবং শিল্পকলা একাডেমির নতুন দুটি ভবন নির্মাণে সরকারি সহায়তা প্রদান করেন। এ কাজগুলো জেলা প্রশাসকের উন্নয়নমূলক কাজের মধ্যে পড়ে। এছাড়া তিনি প্রশাসনিক, রাজস্ব সংক্রান্ত ও আর্থিক কাজ, আইন-শৃঙ্খলা রক্ষাসংক্রান্ত কার্যাবলি সম্পাদন করেন।

ঘ) উদ্দীপকে জনাব 'খ' স্থানীয় উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে অর্থাৎ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে উপজেলার আদর্শ কৃষকদের মধ্যে বীজ, সার, কীটনাশক বিতরণের ব্যবস্থা করেন এবং জমির রাজস্ব সঠিকভাবে আদায় করেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে জনাব 'খ' আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। যেমন- উপজেলার প্রশাসনিক কাজ তদারক করা উপজেলা নির্বাহী কর্মকর্তার অন্যতম দায়িত্ব। এছাড়া তিনি উপজেলার সব উন্নয়নমূলক কাজ তদারক ও সরকারি অর্থ ব্যয় তত্ত্বাবধান করেন। তিনি উপজেলা উন্নয়ন কমিটির প্রধান। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করেন। দুর্যোগ প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা কোষাগারের রক্ষক। বিভিন্ন সময়ে সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্বও তিনি সম্পাদন করেন।

সপ্তম অধ্যায়

১। বাংলাদেশের জাতীয় নির্বাচনে 'ক' ও 'খ' ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে কুশল বিনিময় করেন। এছাড়া নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে মিটিং, মিছিল কর্মসূচি পালন করেন। নির্বাচনে ভোটাররা 'খ' ব্যক্তিকে সৎ, যোগ্য মনে করে ভোট দিয়ে জয়যুক্ত করেন।

ক) কোন শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য?

খ) রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী? ব্যাখ্যা করো।

গ) 'খ' কোন পদ্ধতিতে নির্বাচিত হন? ব্যাখ্যা করো।

ঘ) নির্বাচনে 'ক' ও 'খ' ব্যক্তির কাজগুলোর মধ্যদিয়ে রাজনৈতিক দলের কোন প্রধান কাজের প্রতিফলন ঘটেছে? উত্তরের পক্ষে যুক্তি প্রদর্শন করো।

উত্তর : ক) গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য।

খ) রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা এবং নির্বাচনি কর্মসূচি বাস্তবায়ন করা। রাজনৈতিক দল একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সংগঠিত হয়। রাজনৈতিক দল সব ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, শ্রেণি-পেশা নির্বিশেষে সবার স্বার্থে কাজ করা এবং জাতি গঠন সংক্রান্ত কর্মসূচি ও কর্মপন্থা জনগণের সামনে উপস্থাপন করে সমর্থন লাভের চেষ্টা করে।

গ) নির্বাচন হচ্ছে জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতি। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ভোটাধিকার প্রাপ্ত সব নাগরিক ভোট দিয়ে জনপ্রতিনিধি বাছাই করে। উদ্দীপকের 'খ' প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হন। কেননা আমরা জানি, নির্বাচন সাধারণত দুই প্রকার। যথা-প্রত্যক্ষ নির্বাচন ও পরোক্ষ নির্বাচন। জনগণ যখন সরাসরি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে তাকে প্রত্যক্ষ নির্বাচন বলে। যেমন বাংলাদেশের সংসদ সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি বা একটি মধ্যবর্তী সংস্থা নির্বাচিত করেন। এই জনপ্রতিনিধিরা ভোট দিয়ে যখন রাষ্ট্রপ্রতি বা সংসদের আসনের সদস্য নির্বাচন করেন, তাকে বলা হয় পরোক্ষ নির্বাচন। যেমন- বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। উদ্দীপকে 'খ' ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন।

ঘ) নির্বাচনে 'ক' ও 'খ' ব্যক্তির এ কাজগুলোর মধ্যদিয়ে রাজনৈতিক দলের প্রধান কাজ জনমত গঠনের প্রতিফলন ঘটেছে। কেননা পাঠ্যবই থেকে আমরা জানতে পারি, রাজনৈতিক দলের একটি অন্যতম কাজ হচ্ছে তার আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন করা। এই জনমত গঠনে রাজনৈতিক দল বিভিন্ন সভা, মিছিল ও গণযোগাযোগের কর্মসূচি গ্রহণ করে। এছাড়া রাজনৈতিক দল জনগণকে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সচেতন করে তোলার মাধ্যমে দলীয় কর্মসূচি ব্যাখ্যা করে এবং অন্য দলের কাজের সমালোচনা করে। সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করার মাধ্যমে জনগণের মধ্যে সম্প্রীতির বন্ধন প্রতিষ্ঠা করা। উদ্দীপকে বাংলাদেশের জাতীয় নির্বাচনে 'ক' ও 'খ' ব্যক্তি ঢাকার একটি আসন থেকে প্রতিযোগিতা করে। তারা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে কুশল বিনিময় করেন। এছাড়া নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে মিটিং, মিছিল কর্মসূচি পালন করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে 'ক' ও 'খ' ব্যক্তি জনমত সংগঠনের মাধ্যমে নির্বাচনে জয়লাভের প্রচেষ্টা চালিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে