কুমিল্লার বরুড়া উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের অধীনে সনদ প্রাপ্ত দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, ও পেশাগত দায়িত্ব পালনে আইন-বিধির প্রয়োগ শুদ্ধাচার চর্চা জোরদারকরণ এবং মানসম্মত সেবা নিশ্চিতকরণ শীর্ষক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সকাল ১১টায় বরুড়া উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দায়িত্বপ্রাপ্ত সাব - রেজিস্ট্রার সন্জয় বড়াল এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং, এসময় কর্মশালায় বক্তব্য রাখেন- রিসোর্স পার্সন চান্দিনা উপজেলা সাব -রেজিস্ট্রার মাকসুদুর রহমান, কুমিল্লা সদর সাব রেজিস্ট্রার লুৎফল নাহার লতা, লাঙ্গলকোট উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ ইয়াছিন আরাফাত,,বরুড়া উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং পয়ালগাছা দলিল লেখক সমিতির সভাপতি খসরুল আলম প্রমুখ।