মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

য় আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র
নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

কাকতাড়ুয়া

1

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮৩ ও ১৮৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

রাতুল মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখছিল। সেখানে সে দেখে একদল মিলিটারি এসে একটি গ্রামের বাড়িঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। বিনা কারণে নিরীহ মানুষজনের ওপর এই অত্যাচার দেখে রাতুল ক্ষুব্ধ হয়।

১৮৩. উদ্দীপকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন ঘটনার ইঙ্গিত রয়েছে?

ক. বাজার পোড়ানোর ঘটনা

খ. আহাদ মুন্সির বাড়ি পোড়ানোর ঘটনা

গ. ক্যাম্প উড়িয়ে দেওয়ার ঘটনা

ঘ. বুধাকে কাকতাড়ুয়া বানিয়ে রাখার ঘটনা

উত্তর : ক. বাজার পোড়ানোর ঘটনা

১৮৪. উদ্দীপকের রাতুলের মাঝে উপন্যাসের বুধার চেতনার প্রকাশ ঘটেছে। কেননা-

র. রাতুলের মাঝে দেশপ্রেম রয়েছে

রর. রাতুল অন্যায়কে মেনে নিতে পারেনি

ররর. রাতুল বুধার মতোই প্রতিশোধ পরায়ণ

নিচের কোনটি ঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮৫ ও ১৮৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

সম্প্রতি মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গায় অনেক রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। পিতৃমাতৃহীন কিশোর সালাম হোসেন পাশের বাড়ির রহিমা খালার কাছে গিয়ে দেখে তিনিও সবকিছু গুছিয়ে নিয়েছেন। রহিমা খালা সালামকে তার সাথে যাওয়ার কথা বললে সে রহিমা খালার সাথে অজানার পথে পাড়ি জমায়।

১৮৫. উদ্দীপকের রহিমা খালার মাঝে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিফলন ঘটেছে?

ক. কুন্তি খ. আতাফুফু

গ. নোলক বুয়া ঘ. বুধার চাচি

উত্তর : গ. নোলক বুয়া

১৮৬. উদ্দীপকের সালাম উপন্যাসের বুধার প্রতিনিধি নয়। কারণ-

র. তার মাঝে প্রতিবাদী চেতনা নেই

রর. তার মাঝে দেশপ্রেম নেই

ররর. সে পালিয়ে গেছে

নিচের কোনটি ঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : খ. র ও ররর

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮৭ ও ১৮৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

কামাল মুক্তিযুদ্ধের সময় যুবক ছিল। পাকিস্তানি মিলিটারি ২৫ মার্চ নৃশংস গণহত্যা চালালে কামাল তা দেখে ক্ষুব্ধ হয়। সে প্রতিজ্ঞা করে ওদের বিরুদ্ধে যুদ্ধ করার। এজন্য সবাই এলাকা ছেড়ে পালালেও সে পালায় না।

১৮৭. উদ্দীপকের কামালের সঙ্গে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে?

ক. হরিকাকু খ. ফুলকলি

গ. বুধা ঘ. আহাদ মুন্সি

উত্তর : গ. বুধা

১৮৮. উক্ত চরিত্রের মতোই উদ্দীপকের কামালের মাঝে প্রকাশ পেয়েছে-

র. দেশের মানষের প্রতি ভালোবাসা

রর. বিদেশিদের প্রতি ঘৃণা

ররর. একাকিত্বের যাতনা

নিচের কোনটি ঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

প্রবীর দশম শ্রেণির ছাত্র। সে বাবা-মা ও দুই ভাইবোনের সাথে একটি দোতলা বাসায় থাকে। একদিন রাতে ভূমিকম্পে বাসাটি ভেঙে পড়ে। প্রবীর ও তার পরিবারের সবাই ছাদের নিচে চাপা পড়ে। প্রবীর ভাগ্যক্রমে বেঁচে গেলেও মারা যায় পরিবারের সবাই। সেই থেকে প্রবীর মানসিক রোগী।

১৮৯. উদ্দীপকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন ঘটনার ইঙ্গিত রয়েছে?

ক. বাজার পোড়ানোর ঘটনা

খ. আহাদ মুন্সির বাড়ি পোড়ানোর ঘটনা

গ. বুধার পরিবার-পরিজন হারানোর ঘটনা

ঘ. ক্যাম্প উড়িয়ে দেওয়ার ঘটনা

উত্তর : গ. বুধার পরিবার-পরিজন হারানোর ঘটনা

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৯০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

সেবার ভয়াবহ ভূমিকম্পে শিমুলতলী অঞ্চল ধ্বংস হয়ে যায়। অসংখ্য মানুষ মারা যায় সেই ধ্বংসলীলায়। এলাকায় যে কজন বেঁচে ছিল তারা লাশগুলোকে একই গর্তে মাটিচাপা দেয়।

১৯০. উদ্দীপকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন ঘটনার ইঙ্গিত রয়েছে?

ক. বাজার পোড়ানো

খ. বুধার পরিজন হারানো

গ. বুধার গ্রামে গণকবর দেওয়ার ঘটনা

ঘ. ক্যাম্প উড়িয়ে দেওয়া

উত্তর : গ. বুধার গ্রামে গণকবর দেওয়ার ঘটনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে