বুধবার, ২৮ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

লোহাগড়ায় জামায়াতে ইসলামীর যুব প্রতিনিধি সমাবেশ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ২৭ মে ২০২৫, ২০:৫৩
লোহাগড়ায় জামায়াতে ইসলামীর যুব প্রতিনিধি সমাবেশ
ছবি : যায়যায়দিন

নড়াইলের লোহাগড়ায় জামায়াতে ইসলামীর যুব প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বিকালে শহরের আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে ইঞ্জিনিয়ার হুসাইন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতের আমীর মো. আতাউর রহমান বাচ্চু।

1

এ সময় প্রধান অতিথি নড়াইল জেলা শাখার আমীর, যুব ও ক্রীড়া বিভাগের প্রধান উপদেষ্টা ও নড়াইল- ২ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাড. আতাউর রহমান বাচ্চু বলেন, বাংলাদেশে কোন অপশক্তির ঠাই হবে না। মাদক কারবারী, চাঁদাবাজ, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে এদেশের মানুষ ঐক্যবদ্ব।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিষ্ট আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হয়ে এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে । দেশের শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হলে কোন অপশক্তি টিকতে পারেনি এবং আগামীতেও পারবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, শুরা ও কর্ম বিষয়ক সদস্য জামিরুল হক টুটুল, জেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ খিয়াম উদ্দিন, লোহাগড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাদিউজ্জামান, লোহাগড়া পৌর জামায়েতে আমীর মাওলানা ইমরান হুসাইন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে