বুধবার, ২৮ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানের জননীর মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৭ মে ২০২৫, ১৬:৫৭
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানের জননীর মৃত্যু
ছবি সংগৃহিত

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মনোয়ারা বেগম (৪৫) নামে দুই সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ মে) গভীর রাতে উপজেলার চরতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর ব্রাহ্মনডেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মনোয়ারা উল্লিখিত এলাকার মৃত বাচা মিয়ার মেয়ে ও স্বামী পরিত্যক্তা।

1

প্রত্যক্ষদর্শী ও এলাকার গ্রাম পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে (সোমবার) বৃষ্টির সময় মনোয়ারা বেগমের পুরো বাড়ি বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিড়ে পরে টিনের সাথে লেগে বিদ্যুতায়িত হয়। বিষয়টি অবগত নন মনোয়ারা। মনোয়ারা ঘরে রাখা কলসি থেকে পানি পান করতে গেলে হাতে টিন লেগে বিদ্যুৎস্পর্শে তাৎক্ষণিক মৃত্যুর কোলে ঢলে পড়ে।

চরতি ইউনিয়নের ব্রাহ্মণডেঙ্গা এলাকার সোহেল মুহাম্মদ মনজুর ও স্থানীয় ইউপি সদস্য মো. হানিফ চৌধুরী বিদ্যুৎস্পর্শে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই মহিলা স্বামী পরিত্যক্তা। বাপের বাড়িতে বসবাস করত। তাঁর দুই ছেলে সন্তান রয়েছে। তার মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, মারা যাওয়া মহিলার বড়ভাই নজির আহমদ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

এর আগে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হকের নিকট ময়নাতদন্ত ছাড়া দাফন করার অনুমতি নেন মৃতের পরিবারের সদস্যরা। লাশটি মঙ্গলবার (২৭ মে) সকালে মৃতের নিজ বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে