শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

াষষ্ঠ শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ য়
  ২৬ জানুয়ারি ২০২২, ০০:০০

বাগর্থ

১২. ক্রিয়ার অসম্পূর্ণতা বোঝাতে দিরুক্ত শব্দ কোনটি?

ক. ভালোয় ভালোয় খ. যেতে যেতে

গ. হাতে হাতে ঘ. হাঁকাহাঁকি

উত্তর : খ. যেতে যেতে

১৩. 'আকাশ'-এর প্রতিশব্দ কোনটি?

ক. পৃথিবী খ. গগন

গ. বিশ্ব ঘ. ধরণী

উত্তর : খ. গগন

১৪. কোনটি 'পাহাড়' শব্দের সমার্থ শব্দ নয়?

ক. পর্বত খ. শৈল

গ. গিরি ঘ. ধরণী

উত্তর : ঘ. ধরণী

১৫. 'সুন্দর'-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. জিৎ খ. কুৎসিত

গ. কদাকার ঘ. কোনোটি নয়

উত্তর : খ. কুৎসিত

১৬. 'কাঁচা' শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক. গুণ খ. পুণ্য

গ. পাকা ঘ. অপরিপক্ব

উত্তর : গ. পাকা

১৭. 'মা' শব্দের সমার্থ শব্দ নয় কোনটি?

ক. বসুন্ধরা খ. জননী

গ. মাতা ঘ. গর্ভধারিণী

উত্তর : ক. বসুন্ধরা

১৮. আমি কান পেতে রই। এখানে 'কান' কী অর্থে ব্যবহৃত হয়ছে?

ক. মনোযোগ অর্থে

খ. গোপন কথা শুনতে চেষ্টা করা

গ. কানের সমস্যা

ঘ. কানাকানি অর্থে

উত্তর : ক. মনোযোগ অর্থে

১৯. 'জ্বর জ্বর' শব্দ দ্বারা কী অর্থ প্রকাশ পায়?

ক. বেশি জ্বর

খ. জ্বরের মতো খারাপ লাগা

গ. মারাত্মক জ্বর

ঘ. ডেঙ্গু জ্বর

উত্তর : খ. জ্বরের মতো খারাপ লাগা

২০. উবংরমহধঃরড়হ শব্দের বাংলা কী?

ক. ভাতা খ. স্বাক্ষর

গ. পদমর্যাদা ঘ. পদবি

উত্তর : গ. পদমর্যাদা

২১. বহু মানুষের বহু যুগের অভিজ্ঞতা ও জ্ঞান কিসের মধ্যে সঞ্চিত হয়ে আছে?

ক. পারিভাষিক শব্দ খ. সমশব্দ

গ. বাগ্‌ধারা ঘ. সমার্থ শব্দ

উত্তর : গ. বাগ্‌ধারা

বানান

১. বানান বলতে কী বোঝায়?

ক. বর্ণন খ. বর্ণনা করা

গ. বর্ণিল ঘ. বিশ্লেষণ

উত্তর : খ. বর্ণনা করা

২. পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী কোন নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই?

ক. বানান লেখার নিয়ম খ. ধ্বনির নিয়ম

গ. শব্দ গঠনের নিয়ম ঘ. ব্যাকরণের নিয়ম

উত্তর : ক. বানান লেখার নিয়ম

৩. কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বানানের ওপর প্রকাশিত গ্রন্থের নাম কী?

ক. বাঙলা শব্দের বানানের নিয়ম

খ. বাঙ্গলা শব্দের বানানের নিয়ম

গ. বাঙ্গাল শব্দের বানানের নিয়ম

ঘ. বাঙ্গালা শব্দের বানানের নিয়ম

উত্তর : ক. বাঙলা শব্দের বানানের নিয়ম

৪. 'বাঙলা শব্দের বানানের নিয়ম' কখন প্রকাশিত হয়?

ক. ১৯৩৫ খ. ১৯৩৬

গ. ১৯৩৭ ঘ. ১৯৩৮

উত্তর : খ. ১৯৩৬

৫. বাংলাদেশে যে যে প্রতিষ্ঠান বানানরীতি তৈরি করেছে-

র. বাংলাদেশ টেকস্ট বুক বোর্ড

রর. বাংলা একাডেমি

ররর. ঢাকা বিশ্ববিদ্যালয়

নিচের কোনটি ঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

৬. বিদেশি শব্দের বানানে সব সময় কী হবে?

ক. ণ খ. ই বা ই-কার

গ. ষ ঘ. ঈ বা ঈ-কার

উত্তর : খ. ই বা ই-কার

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে