খুলনা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ অলিম্পিয়াড সিজন-থ্রির ডিভিশনাল সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ২৬ নভেম্বর এই ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক পরীক্ষার্থী উপস্থিত ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংলিশ অলিম্পিয়াডের ফাউন্ডার আমান সুলাইমান, ইংলিশ অলিম্পিয়াডের উপদেষ্টা আরিফুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহাজাহান কবির, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর শরিফ হাসান লিমন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক সানাউল ইসলাম, ঝিনাইদহ ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক তারিকুল হক ও ইংলিশ অলিম্পিয়াডের ডিভিশনাল কোঅর্ডিনেটর আজমল হোসেন নিশান। এতে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, খুলনার নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি করোনেশন মাধ্যমিক
বিদ্যালয়সহ বিভিন্ন
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
অংশ নেয়।