বাণিজ্যিক ব্যাংক
প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংক কী?
উত্তর: বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান যা গ্রাহকের অর্থ আমানত হিসাবে জমা রাখে এবং প্রয়োজনে ঋণ প্রদান করে।
প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: মুনাফা অর্জন।
প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংক কীসের মাধ্যমে বিনিময় মাধ্যম তৈরি করে?
উত্তর: চেক, হুন্ডি, বিনিময় বিল ইত্যাদি।
প্রশ্ন: ব্যাংকের সেবাকে ভাগ করা যায় কত ভাগে?
উত্তর: ২ ভাগে। প্রধান কার্যাবলী এবং বিশেষ ও অন্যান্য কার্যাবলী।
প্রশ্ন: ব্যাংক আমানত সংগ্রহ করে কোন হিসাবের মাধ্যমে?
উত্তর: চলতি, সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মাধ্যমে।
প্রশ্ন: ব্যাংক মূলধন গঠন করে কীভাবে?
উত্তর: আমানত সংগ্রহ করে।
প্রশ্ন: সঞ্চয়ী ও স্থায়ী হিসাবে কী প্রদান করা হয়?
উত্তর: নির্দিষ্ট হারে সুদ।
প্রশ্ন: কোন হিসাবে সুদ প্রদান করা হয় না?
উত্তর: চলতি হিসাব।
প্রশ্ন: ঋণ গ্রহণের সময় ঋণগ্রহীতাকে ব্যাংকে কী করতে হয়?
উত্তর: হিসাব খুলতে হয়।
প্রশ্ন: গ্রাহকের অছি হিসেবে কাজ করে কোনটি?
উত্তর: বাণিজ্যিক ব্যাংক।
প্রশ্ন: প্রত্যয়পত্র ইসু্য করে কোন ব্যাংক?
উত্তর: বাণিজ্যিক ব্যাংক।
প্রশ্ন: প্রত্যয়পত্র কার পক্ষে অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়?
উত্তর: আমদানিকারকের।
প্রশ্ন: প্রত্যয়পত্র কাকে অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়?
উত্তর: রপ্তানিকারককে।
প্রশ্ন: বিনিময় বিল বাট্টাকরণ করে কে?
উত্তর: বাণিজ্যিক ব্যাংক।
প্রশ্ন: গ্রাহকের পক্ষে বাণিজ্যিক ব্যাংক কী হিসেবে কাজ করে?
উত্তর: প্রতিনিধি বা অছি।
প্রশ্ন: ব্যাংক কীভাবে অর্থের নিরাপত্তা দিয়ে থাকে?
উত্তর: গ্রাহকের অর্থ জমা রেখে।
প্রশ্ন: পরিশোধিত মূলধন কী?
উত্তর: ব্যাংকের প্রাথমিক তহবিলের উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। বাণিজ্যিক ব্যাংক কর্তৃক কেন্দ্রীয় ব্যাংকে পরিশোধকৃত অর্থকে পরিশোধিত মূলধন বলে।
প্রশ্ন: সংরক্ষিত তহবিল কী?
উত্তর: মুনাফার যে অংশ মালিকদের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা হয়, তাকে সংরক্ষিত তহবিল বলে।
প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস-
উত্তর: ঋণের সুদ, বিনিয়োগ, বিল বাট্টাকরণ, ব্যাংক ড্রাফট, লকার ভাড়া, প্রতিনিধিত্ব, বৈদেশিক বিনিময়, প্রত্যয়পত্র ইত্যাদি।
প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংকের প্রধান আয়ের উৎস-
উত্তর: ঋণের সুদ।
প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংকের প্রধান ব্যয়ের উৎস-
উত্তর: আমানতের সুদ, বেতন, ভাতা, নিরীক্ষকের বিল, মামলার খরচ, শুল্ক ও কর, বিমা প্রিমিয়াম, বিজ্ঞাপন ইত্যাদি।
প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংক কীভাবে অর্থের নিরাপত্তা দিয়ে থাকে?
উত্তর: অর্থ জমা রেখে।
প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংক জণগণের মাঝে কিসের প্রবণতা সৃষ্টি করে?
উত্তর: সঞ্চয়ের প্রবণতা।
\হপ্রশ্ন: বাণিজ্যিক ব্যাংক আমানতের উপর কী প্রদান করে?
\হউত্তর: সুদ প্রদান।
প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংক ঋণের মাধ্যমে কী আদায় করে?
উত্তর: সুদ আদায়।
প্রশ্ন: কোন ব্যাংক পরোক্ষভাবে মুদ্রা প্রচলনে সহায়তা করে?
উত্তর: বাণিজ্যিক ব্যাংক।
প্রশ্ন: অছি শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: ঞৎঁংঃবব.
প্রশ্ন: প্রত্যয়পত্র ব্যবহার হয়-
উত্তর: আমদানি-রপ্তানি বাণিজ্যে।
প্রশ্ন: কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি কোন ব্যাংক সরকারের কোষাগার হিসেবে কাজ করে?
উত্তর: বাণিজ্যিক ব্যাংক।
প্রশ্ন: কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নীতির সাথে কোন ব্যাংক একাত্মতা প্রকাশ করে?
উত্তর: বাণিজ্যিক ব্যাংক।
প্রশ্ন: ঋণের মাধ্যমে সৃষ্টি হয়-
উত্তর: আমানত।
প্রশ্ন: অর্থ স্থানান্তরে সাহায্য করে কোন ব্যাংক?
উত্তর: বাণিজ্যিক ব্যাংক।
প্রশ্ন: কেন্দ্রীয় ব্যাংক তার নীতিমালা বাস্তবায়ন করে কার মাধ্যমে?
উত্তর: বাণিজ্যিক ব্যাংক।
প্রশ্ন: বর্তমানে কোন ব্যাংকিং ব্যবস্থা সবদেশে জনপ্রিয়?
উত্তর: স্কুল ব্যাংকিং।
প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য কী?
উত্তর: জনকল্যাণ করা।
প্রশ্ন: ধারকরা অর্থের ধারক বলা হয় কোনটিকে?
উত্তর: বাণিজ্যিক ব্যাংক-কে।
প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: মুনাফা অর্জন।
প্রশ্ন: ব্রিজ ফিন্যান্স করে থাকে কোন ব্যাংক?
উত্তর: বিনিয়োগ ব্যাংক।
প্রশ্ন: নিরীক্ষকের বিল কী?
উত্তর: বিভিন্ন হিসাব বই নিরীক্ষার জন্য নিরীক্ষককে প্রদানকৃত অর্থকে নিরীক্ষকের বিল বলে।
প্রশ্ন: প্রত্যয়পত্র ইসু্য করে কোন ব্যাংক?
উত্তর: বাণিজ্যিক ব্যাংক।
প্রশ্ন: কৃষি ব্যাংক কী?
উত্তর: কৃষি ব্যাংক একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান।
প্রশ্ন: ব্যাংক তহবিলের প্রধান ও প্রাথমিক উৎস কোনটি?
উত্তর: পরিশোধিত মূলধন।
প্রশ্ন: ব্যাংক তহবিলের গুরুত্বপূর্ণ উৎস কোনটি?
উত্তর: আমানত।