পাবনার ভাঙ্গুড়ায় চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকক ও মিলারদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ বিভাগ।
মঙ্গলবার সকাল ১০টায় ভাঙ্গুড়া উপজেলা এল.এস.ডি খাদ্য গুদাম কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, উপজেলা ধান-চাল সংগ্রহ বাস্তবায়ন কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার (ইউএনও)।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মহাব্বত আলী (অঃদঃ)’র তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া এল. এস.ডি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপসহকারী কৃষিকর্মকর্তা নিখিল কুমার বর্মন, উপজেলার চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আমির হোসেন ও মাঠ পর্যায়ের প্রান্তিক কৃষক ও সুধীজন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ৫শ' ৭মেঃটন ধান ও ৪৯ টাকা কেজি দরে ৪শ' ৬৬ মেঃটন ধান ও চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।একজন কৃষক ১৪% আদ্রতা যুক্ত সর্বনিম্ন ১টন থেকে সর্বোচ্চ ৩টন ধান সরাসরি গোডাইনে বিক্রি করতে পারবেন।
সরকারি এই ধান-চাল সংগ্রহ কর্মসূচির মাধ্যমে একদিকে কৃষককুল ফসলের ন্যায্যমূল্য পাবেন এবং অপরদিকে বাজারে খাদ্যদ্রব্য স্থিতিশীলতা বাজায় থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তর আশা প্রকাশ করেছেন।