বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
walton

নবম-দশম শ্রেণির অর্থনীতি

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ২১ নভেম্বর ২০২৩, ০০:০০

৪০. বাংলাদেশের জিডিপিতে গত তিন দশকে কোন খাতের অবদান প্রায় একই রয়ে গেছে?

ক. কৃষি খাত খ. শিল্প খাত

গ. সেবা খাত ঘ. উৎপাদন খাত

সঠিক উত্তর :গ. সেবা খাত

বাংলাদেশে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ

১. কোনটি অর্থনৈতিক উন্নয়নের শক্তি?

ক. জাতীয় আয় খ.বীমা

গ. কারখানা ঘ. ব্যাংক

সঠিক উত্তর : ক. জাতীয় আয়

২. কোনটি অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু?

ক. ভূমি খ. শ্রম

গ. মূলধন ঘ. উদ্যোক্তা

সঠিক উত্তর : ঘ. উদ্যোক্তা

৩. কোনটির সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক আছে?

ক. প্রাকৃতিক সম্পদ খ. মাথাপিছু আয়

গ. শ্রমের গতিশীলতা ঘ. বণ্টন ব্যবস্থা

সঠিক উত্তর :খ. মাথাপিছু আয়

৪. উন্নত দেশের অন্তর্ভুক্ত কোনটি?

ক. ভারত খ. মালে

গ. জাপান ঘ. শ্রীলংকা

সঠিক উত্তর : গ. জাপান

৫. কোনটি অর্থনৈতিক উন্নয়নের প্রাথমিক শর্ত?

ক. দক্ষ জনশক্তি খ. মূলধন গঠন

গ. শিক্ষা বিস্তার ঘ. দক্ষ প্রশাসন

সঠিক উত্তর : খ. মূলধন গঠন

৬. উন্নত দেশের পর্যায়ভুক্ত দেশ কোনটি?

ক. বাংলাদেশ খ. ভারত

গ. পাকিস্তান ঘ. জাপান

সঠিক উত্তর :ঘ. জাপান

৭. কীভাবে একটি রাষ্ট্রে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়?

ক. স্বল্প প্রাকৃতিক সম্পদে খ. শ্রমিকের অভাবে

গ. রাজনৈতিক অস্থিতিশীলতায়

ঘ. শিক্ষার অভাবে

সঠিক উত্তর :গ. রাজনৈতিক অস্থিতিশীলতায়

৮. উন্নত দেশের বৈশিষ্ট্য কোনটি?

ক. জনসংখ্যা আধিক্য খ. প্রচুর জনশক্তি

গ. দক্ষ প্রশাসন ঘ. কৃষি ও শিল্পের ক্রম উন্নয়ন

সঠিক উত্তর : গ. দক্ষ প্রশাসন

৯. কোন ধরনের দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করে?

ক. উন্নত খ. স্বল্পোন্নত

গ. উন্নয়নশীল ঘ. অনুন্নত

সঠিক উত্তর :ক. উন্নত

উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর :

বিশ্ববিদ্যালয় থেকে পাস করে ফাহিম একটি দেশে চাকরি করেন। তিনি যে দেশে চাকরি করেন সে দেশের জনগণের মাথাপিছু আয় বেশি। দেশটির শিল্প খাত সম্প্রসারিত, যোগাযোগ ব্যবস্থা উন্নত ও বাণিজ্য অর্থনীতির অনুকূলে।

১০. উন্নয়নের মাত্রার ভিত্তিতে বিভক্ত কোন ধরনের দেশে ফাহিম চাকরি করে?

ক. অতি উন্নত খ. উন্নত

গ. উন্নয়নশীল ঘ. স্বনির্ভর

সঠিক উত্তর :খ. উন্নত

১১. উক্ত দেশের লক্ষ্য করা যায়-

র. অর্থনৈতিক স্থিতিশীলতা

রর. ঔপনিবেশিক বাণিজ্য

ররর. সঞ্চয় ও মূলধন গঠনের হার বেশি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. র ও ররর

১২. অনুন্নত দেশের বেশিরভাগ মানুষ কোথায় বাস করে?

ক. গ্রামে খ. বস্তি এলাকায়

গ. শহরে ঘ. নদীর তীরে

সঠিক উত্তর : ক. গ্রামে

১৩. অনুন্নত দেশের প্রধান বৈশিষ্ট্য হলো-

র. বেকারত্ব রর. স্বল্প মাথাপিছু আয় ররর. মূলধন গঠন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

১৪. অনুন্নত দেশ কৃষিজাত পণ্য কাঁচামাল হিসেবে রপ্তানি করে কোন ধরনের পণ্য আমদানি করে?

ক. নিত্যপ্রয়োজনীয় খ. মৎস্যজাত পণ্য

গ. শিল্পজাত পণ্য ঘ. প্রাথমিক পণ্য

সঠিক উত্তর :গ. শিল্পজাত পণ্য

১৫. অনুন্নত দেশে উন্নয়নের গতি মন্থর কেন?

ক. সঞ্চয় কম বলে

খ. দারিদ্র্যের দুষ্টচক্রের কারণে

গ. বেকারত্ব বেশি বলে

ঘ. সরকারি উদ্যোগের অভাব

সঠিক উত্তর :খ. দারিদ্র্যের দুষ্টচক্রের কারণে

১৬. অনুন্নত দেশে বাণিজ্যের ভারসাম্য কীরূপ থাকে?

ক. সুষম খ. অনুকূল

গ. ঘাটতি ঘ. উদ্বৃত্ত

সঠিক উত্তর :গ. ঘাটতি

১৭. অনুন্নত দেশের ঔপনিবেশিক ধরনের বাণিজ্য বলতে বোঝায়-

র. প্রাথমিক পণ্য রপ্তানি করা

রর. কৃষিজাত পণ্য আমদানি

ররর. শিল্পজাত পণ্য আমদানি করা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. র ও ররর

১৮. উন্নয়নশীল দেশ কীরূপ হয়?

ক. সেবাপ্রধান খ. কৃষিপ্রধান

গ. শিল্পপ্রধান ঘ. বাণিজ্যপ্রধান

সঠিক উত্তর :খ. কৃষিপ্রধান

১৯. উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য হলো-

র. কম মাথাপিছু আয় রর. শিল্পে অনগ্রসরতা

ররর. উদ্যোক্তার অভাব

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

২০. উন্নয়নশীল দেশ কাকে বলে?

ক. যে দেশ ক্রমশ উন্নতি করছে

খ. যে দেশ ইতোমধ্যে উন্নতি লাভ করেছে

গ. যে দেশ আগামীতে উন্নতি লাভ করবে

ঘ. যে দেশের মাথাপিছু আয় কম

সঠিক উত্তর : ক. যে দেশ ক্রমশ উন্নতি করছে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে