শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
  ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০
দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৩য় অধ্যায়

আমার শিক্ষায় ইন্টারনেট

পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি

ডিজিটাল কনটেন্ট : কোনো তথ্য আধেয় বা কনটেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে, প্রকাশিত হয় কিংবা প্রেরিত-গৃহীত হয় তাহলে সেটিই ডিজিটাল কনটেন্ট।

ডিজিটাল কনটেন্ট-এর প্রকারভেদ : ডিজিটাল কনটেন্টকে প্রধানত চারটি ভাগে শ্রেণিকরণ করা হয়। যথা :

র. টেক্সট বা লিখিত কনটেন্ট,

রর. ছবি,

ররর. ভিডিও ও এনিমেশন এবং

রা. শব্দ বা অডিও

ই-বুক : ই-বুক বা ইলেক্ট্রনিক বুক বা ই-বুক হলো মুদ্রিত বইয়ের ইলেক্ট্রনিক রূপ।

শিক্ষায় ইন্টারনেট : শিক্ষণীয় অনেক বিষয় ইন্টারনেটে পাওয়া যায়। কোনো ছাত্র বা ছাত্রী পড়ালেখা করতে করতে কোনো একটি বিষয় বুঝতে না পারলে কেউ যদি ইন্টারনেটে অনুসন্ধান করে তবে মোটামুটি নিশ্চিত সে কোনো না কোনোভাবে পেয়ে যাবে।

ক্যারিয়ার ও আইসিটি : আইসিটিতে দক্ষতা উন্নয়নের জন্য নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট সচেতন হতে হবে।

বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্যারিয়ার গঠনের একটি বড় ক্ষেত্র। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কাজ করার রয়েছে অনেক সুবিধা। এতে কোনো অফিসে না গিয়েই কাজ করার সুযোগ রয়েছে। ভবিষ্যতে ধারণা করা যায় যে এই সেক্টরে আরও অনেক দক্ষ কর্মীর প্রয়োজন হবে। কাজেই ক্যারিয়ার হিসেবে আইসিটির সম্ভাবনা অনেক উজ্জ্বল।

১. ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন?

ক. ডেস্কটপ পিসি খ. ট্যাবলেট পিসি

গ. স্মার্টফোন ঘ. ইন্টারনেট সংযোগ

উত্তর : ঘ. ইন্টারনেট সংযোগ

২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি?

ক. কম্পিউটার খ. টেলিভিশন

গ. ইন্টারনেট ঘ. স্মার্টফোন

উত্তর :ক. কম্পিউটার

৩. ডিজিটাল কনটেন্ট হলো-

র. ই-বুক, বস্নগপোস্ট ও ই নিবন্ধ

রর. ইনফো গ্রাফিক্স ও এ্যানিমেটেড ছবি

ররর. অডিও ও ভিডিও স্ট্রিমিং

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :

রিনি ও রনির বাবা তাদের জন্য একটি ট্যাবলেট পিসি কিনে দিলেন। রিনি নবম শ্রেণিতে ও রনি দ্বাদশ শ্রেণিতে পড়ে।

৪. ট্যাবলেট পিসিটির সর্বোত্তম ব্যবহার সম্ভব-

ক. গেমস খেলায় খ. গান শোনায়

গ. হিসাব নিকাশে ঘ. লেখাপড়ার কাজে

উত্তর :ঘ. লেখাপড়ার কাজে

৫. রিনি ও রনির জন্য ট্যাবলেট পিসিটার সর্বোচ্চ ব্যবহার করতে-

র. দ্রম্নতগতির ইন্টারনেট সংযোগ প্রয়োজন

রর. কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে হবে

ররর. ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

৬. কোনো তথ্য আধেয় বা কনটেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে তবে তাকে কী বলে?

ক. ডিজিটাল কম্পিউটার

খ. ডিজিটাল ক্যামেরা

গ. ডিজিটাল কনটেন্ট

ঘ. ডিজিটাল ফটোশপ

উত্তর :গ. ডিজিটাল কনটেন্ট

৭. কোনো তথ্য যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তখন তাকে কী বলে?

ক. ডিজিটাল কনটেন্ট খ. এনালগ কনটেন্ট

গ. ই-মেইল ঘ. অ্যানিমেশন

উত্তর :ক. ডিজিটাল কনটেন্ট

৮. ডিজিটাল কনটেন্ট কীভাবে কম্পিউটারে সংরক্ষিত হতে পারে?

ক. হাইব্রিড পদ্ধতিতে

খ. এনালগ ডিজিটাল পদ্ধতিতে

গ. ই-মেইল আকারে

ঘ. চিত্র আকারে

উত্তর :খ. এনালগ ডিজিটাল পদ্ধতিতে

৯. ডিজিটাল কনটেন্ট কী আকারে সম্প্রসারিত হতে পারে?

ক. কম্পিউটারের ফাইল

খ. কম্পিউটারের ফোল্ডার

গ. কম্পিউটারের নেটওয়ার্ক

ঘ. কম্পিউটারের প্রোগ্রাম

উত্তর :ক. কম্পিউটারের ফাইল

১০. ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য, ছবি কিংবা শব্দ সবই কী হতে পারে?

ক. ডিজিটাল কনটেন্ট খ. ডিজিটাল ক্যামেরা

গ. ডিজিটাল কম্পিউটার ঘ. ডিজিটাল তথ্য

উত্তর :ক. ডিজিটাল কনটেন্ট

১১. ডিজিটাল কনটেন্টকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৬

উত্তর :গ. ৪

১২. ডিজিটাল মাধ্যমে এখনও কোনটির পরিমাণ বেশি?

ক. লিখিত তথ্য খ. ছবি

গ. ভিডিও ঘ. অ্যানিমেশন

উত্তর :ক. লিখিত তথ্য

১৩. নিচের কোনটি টেক্সট কনটেন্ট?

ক. ইনফো-গ্রাফিক্স খ. বস্নগ পোস্ট

গ. অ্যানিমেশন ঘ. কার্টুন

উত্তর :খ. বস্নগ পোস্ট

১৪. নিবন্ধ কী ধরনের কনটেন্ট?

ক. অডিও কনটেন্ট

খ. ইমেজ কনটেন্ট

গ. টেক্সট কনটেন্ট ঘ. ভিডিও কনটেন্ট

উত্তর :গ. টেক্সট কনটেন্ট

১৫. নিচের কোনটি ডিজিটাল কনটেন্ট?

ক. ই-মেইল

খ. টেক্সট

গ. পেনড্রাইভ

ঘ. প্রজেক্টের

উত্তর :খ. টেক্সট

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে