সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
  ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০

১৬. ডিজিটাল মাধ্যমে ব্যবহৃত ই-বুক সংবাদপত্র কী?

ক. কার্টুন খ. ছবি

গ. টেক্সট ঘ. অ্যানিমেশন

উত্তর :গ. টেক্সট

১৭. ইনফো-গ্রাফিক্স কী?

ক. কার্টুন খ. ছবি

গ. ই-মেইল ঘ. অ্যানিমেশন

উত্তর :খ. ছবি

১৮. শ্বেতপত্র কী?

ক. কার্টুন খ. অ্যানিমেশন

গ. বস্নগ ঘ. টেক্সট

উত্তর :ঘ. টেক্সট

১৯. কার্টুন কী?

ক. ছবি খ. অ্যানিমেশন

গ. বস্নগ ঘ. ভিডিও

উত্তর :ক. ছবি

২০. কোনটির কারণে ভিডিও কনটেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে?

ক. ভিডিও পেস্নয়ার খ. মোবাইল

গ. টিভি ঘ. ভিডিও প্রজেক্টর

উত্তর :খ. মোবাইল

২১. কোনটির কারণে ইন্টারনেটে ভিডিও কনটেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে?

ক. ভিডিও পেস্নয়ার খ. মোবাইল

গ. টিভি ঘ. ইউটিউব

উত্তর :ঘ. ইউটিউব

২২. বর্তমানে কোথায় যে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হয়ে থাকে?

ক. ইন্টারনেটে

খ. মোবাইলে

গ. টিভিতে

ঘ. কম্পিউটার

উত্তর :ক. ইন্টারনেটে

২৩. ইন্টারনেটে সরাসরি কোনো ঘটনার ভিডিও প্রচারিত হওয়াকে কী বলে?

ক. ভিডিও বাফারিং

খ. ভিডিও স্ট্রিমিং

গ. ভিডিও রোমিং

ঘ. ভিডিও পেস্নইং

উত্তর :খ. ভিডিও স্ট্রিমিং

২৪. ভিডিও স্ট্রিমিং, ইউটিউব ভিডিও প্রভৃতি কী ধরনের ডিজিটাল কনটেন্ট?

ক. টেক্সট বা লিখিত কনটেন্ট

খ. ছবি

গ. ভিডিও ও এনিমেশন

ঘ. শব্দ বা অডিও

উত্তর : গ. ভিডিও ও এনিমেশন

২৫. বিভিন্ন বিষয়ের অডিও ফাইল, অডিও কনটেন্ট, ব্রডকাস্ট ও ওয়েবিনারো অডিও কোনো ধরনের ডিজিটাল কনটেন্ট?

ক. টেক্সট বা লিখিত কনটেন্ট খ. ছবি

গ. ভিডিও ও এনিমেশন ঘ. শব্দ বা অডিও

উত্তর : ঘ. শব্দ বা অডিও

২৬. ওয়েবিনারো কী?

ক. ভিডিও কনটেন্ট খ. অডিও কনটেন্ট

গ. ইমেজ কনটেন্ট ঘ. ইন্টারনেট

উত্তর : খ. অডিও কনটেন্ট

২৭. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোন কনটেন্টের অন্তর্ভুক্ত?

ক. অডিও কনটেন্ট খ. ভিডিও কনটেন্ট

গ. ইমেজ কনটেন্ট ঘ. লিখিত কনটেন্ট

উত্তর : ক. অডিও কনটেন্ট

২৮. ববিতা স্কুল গেট দিয়ে ঢোকার সময় এক লোক তার হাতে তাদের প্রতিষ্ঠানের প্রকাশিত বিভিন্ন বইয়ের একটি তালিকা ববিতাকে দিল। এই তালিকাটি কোন ধরনের কনটেন্ট?

ক. টেক্সট খ. ভিডিও

গ. ছবি ঘ. এনিমেশন

উত্তর : ক. টেক্সট

২৯. জাবেদ বারান্দায় বসে রংতুলি দিয়ে ছবি আঁকছে। তার আঁকা ছবিটি কোন ধরনের কনটেন্ট?

ক. লিখিত খ. এনিমেশন

গ. ছবি ঘ. টেক্সট

উত্তর : গ. ছবি

৩০. ইন্টারনেটের ভিডিও শেয়ারিং সাইট কোনটি?

ক. ওডেস্ক খ. ইউটিউব

গ. ইল্যান্স ঘ. এলিসন

উত্তর : খ. ইউটিউব

৩১. ডিজিটাল কনটেন্টের বৈশিষ্ট্য হলো-

র. ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে

রর. ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয়

ররর. ডিজিটাল উপাত্ত আকারে প্রেরিত ও গৃহীত হয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

৩২. ডিজিটাল কনটেন্ট সংরক্ষিত হতে পারে-

র. ডিজিটাল পদ্ধতিতে

রর. এনালগ পদ্ধতিতে

ররর. মিশ্র পদ্ধতিতে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

৩৩. ডিজিটাল কনটেন্ট সম্প্রচারিত হতে পারে-

র. কম্পিউটারের ফাইল আকারে

রর. এনালগ পদ্ধতিতে

ররর. ডিজিটাল পদ্ধতিতে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: খ. র ও ররর

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে