প্রশ্ন: অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত বছরে কয়বার বসে?
উত্তর: বছরে দু'বার, এক মাসব্যাপী।
প্রশ্ন:অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি?
উত্তর:৫৪টি।
প্রশ্ন:প্রতি বছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়?
উত্তর:১৮টি।
প্রশ্ন:আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর:২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
প্রশ্ন: আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কতজন?
উত্তর:১৫ জন।
প্রশ্ন:আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল কত বছর?
উত্তর:৯ বছর।
প্রশ্ন:জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়?
উত্তর:সাধারণ পরিষদে।
প্রশ্ন:জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাক্ষর করে?
উত্তর:৫১টি দেশ।
প্রশ্ন:জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে?
উত্তর:ট্রিগভে হাভডেন লি (নরওয়ে) (১৯৪৬-১৯৫২)।
প্রশ্ন:জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে?
উত্তর:২৪ অক্টোবর ১৯৪৫।
প্রশ্ন:জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়?
উত্তর:১ বছরের জন্য।
প্রশ্ন:নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?
উত্তর:২ বছরের জন্য।
প্রশ্ন:অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?
উত্তর:৩ বছরের জন্য।
প্রশ্ন:জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি?
উত্তর:৬টি (ইংরেজি, আরবি, ফারসি, চীনা, রুশ ও স্প্যানিশ)
প্রশ্ন:জাতিসংঘের সদস্যপদ কয়টি?
উত্তর:১৯৩টি সদস্য দেশ [পর্যবেক্ষক : ২টি]
প্রশ্ন:জাতিসংঘের সদর দপ্তরের মূল ভবনটির নকশা প্রণয়ন করেন কে?
উত্তর:লে করবুসিয়ে
প্রশ্ন:জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে সদর দপ্তরের উদ্বোধন হয় কবে?
উত্তর:৯ জানুয়ারি ১৯৫১ সালে।