রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নির্বাচন উপলক্ষে ইবিতে একদিন ছুটি

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
নির্বাচন উপলক্ষে ইবিতে একদিন ছুটি
নির্বাচন উপলক্ষে ইবিতে একদিন ছুটি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৭ জানুয়ারি বন্ধ থাকবে। নির্বাচনের আগের ও পরের দিন দাপ্তরিক কার্যক্রম চললেও বন্ধ থাকবে পরীক্ষা। এ সময়ে আবাসিক হলগুলো খোলা থাকবে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান ৩ জানুয়ারি এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনের দিন সাধারণ ছুটির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া নির্বাচনে আগে ও পরের দিন শুধু পরীক্ষাগুলো বন্ধ থাকবে। তবে এ দুদিন অফিস খোলা থাকবে। ৯ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় পুরোদমে চলবে। এর আগে গত ২২ ডিসেম্বর থেকে ১২ দিনের শীতকালীন ছুটি শুরু হয়। ছুটি শেষে ২ জানুয়ারি অফিস খুলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে