সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

কানাডিয়ান ইউনিভার্সিটিতে বইয়ের মোড়ক উন্মোচন

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
কানাডিয়ান ইউনিভার্সিটিতে বইয়ের মোড়ক উন্মোচন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিউবি) অনলাইন ব্যাংকিংয়ের ওপর লেখা 'ইজেনশিয়াল অব ইন্টারনেট ব্যাংকিং' বইয়ের মোড়ক উন্মোচন করেছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ৩ জানুয়ারি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটির মোড়ক মালয়েশিয়াতেও উন্মোচন হয়েছে এবং সেখানকার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হিসেবে বিবেচিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংক লিমিটেডের প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিআইটিও) মোশাররফ হোসেন খান।

বইটি রচনা করেছেন সিউবির বোর্ড অব ট্রাস্টিজের জ্যেষ্ঠ উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ডক্টর মোহাম্মদ রিদওয়ানুল হক এবং বিশ্ববিদ্যালয়টির স্কুল অব বিজনেস বিভাগের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক বেনজির রহমান। বইটি লিখতে আরও অংশ নেন সৈয়দ শাহ আলম, মালয়েশিয়ার প্রখ্যাত অধ্যাপক এবং চীনের অধ্যাপক জু জিয়াওহেং। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এইচ এম জহিরুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ওই সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য মো. গিয়াস উদ্দিন আহসান। স্কুল অব বিজনেস বিভাগের অধ্যাপক এস এম আরিফুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে