সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

আইইউটির ভর্তি পরীক্ষা ২২ মার্চ

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
আইইউটির ভর্তি পরীক্ষা ২২ মার্চ

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষা আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ১২ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভর্তি পরীক্ষা আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে। ভর্তির সংক্রান্ত বিজ্ঞপ্তি শিগগিরই জানানো হবে বলে এতে জানানো হয়।

ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে, বিশ্ববিদ্যালয়টিতে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে গণিত-৩৫, পদার্থ-৩৫, রসায়ন-১৫, ইংরেজি-১৫ নম্বর। সময় দেয়া হবে দুই ঘণ্টা। প্রশ্ন হবে ইংরেজিতে। প্রতি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে নেগেটিভ মার্কিং হবে। পরীক্ষায় কোনো পাস মার্কস নেই। প্রশ্নপত্র সম্পূর্ণ ইংরেজিতে করা হবে। পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

আইইউটি বাংলাদেশের একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। যা সরাসারি ইসলামী সহযোগী সংস্থা (ওআইসি) দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে বাংলাদেশ আর ওআইসিভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে