সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু

প্রশ্ন : আস্কারা এর প্রাচীন নাম কী? উত্তর : অ্যাঈোলা (তুরস্ক) প্রশ্ন : বারকিনা ফাসো এর প্রাচীন নাম কী? উত্তর : আপার ভোল্টা। প্রশ্ন : জিবুতি এর প্রাচীন নাম কী? উত্তর : আফার ও ইসা। প্রশ্ন : ইথিওপিয়া এর প্রাচীন নাম কী? উত্তর : আবিসিনিয়া/সোমালিল্যান্ড। প্রশ্ন : ভারত এর প্রাচীন নাম কী? উত্তর : হিন্দুস্তান। প্রশ্ন : কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম এর প্রাচীন নাম কী? উত্তর : ইন্দোচীন। প্রশ্ন : সাবা এর প্রাচীন নাম কী? উত্তর : বোর্নিও। প্রশ্ন : জাম্বিয়া এর প্রাচীন নাম কী? উত্তর : রেডেশিয়া প্রশ্ন : টুভ্যলু এর প্রাচীন নাম কী? উত্তর : এলিস দীপপুঞ্জ। প্রশ্ন : কঙ্গো প্রজাতন্ত্র এর প্রাচীন নাম কী? উত্তর : জায়ারে। প্রশ্ন: ইস্তাম্ভুল এর প্রাচীন নাম কী? উত্তর :কনস্টান্টিবোপল। প্রশ্ন : কম্পুচিয়া এর প্রাচীন নাম কী? উত্তর : কম্বোডিয়া। প্রশ্ন : ফ্রান্স এর প্রাচীন নাম কী? উত্তর : দ্যগল। প্রশ্ন : কিরিবাতি এর প্রাচীন নাম কী? উত্তর : গিলবার্ট। প্রশ্ন : জার্মানি এর প্রাচীন নাম কী? উত্তর : ডায়েচল্যান্ড। প্রশ্ন : সুরিনাম এর প্রাচীন নাম কী? উত্তর : ডাচ গিয়ানা। প্রশ্ন : ইন্দোনেশিয়া এর প্রাচীন নাম কী? উত্তর : ডাচ পূর্ব ভারতীয় দীপপুঞ্জ। প্রশ্ন : লিবিয়া এর প্রাচীন নাম কী? উত্তর : ত্রিপোলি। প্রশ্ন : নামিবিয়া এর প্রাচীন নাম কী? উত্তর : দক্ষিণ-পশ্চিম আফ্রিকা। প্রশ্ন : জিম্বাবুয়ে এর প্রাচীন নাম কী? উত্তর : দক্ষিণ রেডেশিয়া। প্রশ্ন : বেনিন এর প্রাচীন নাম কী? উত্তর : দাহমি। প্রশ্ন : পশ্চিম ইরিয়ান এর প্রাচীন নাম কী? উত্তর : নিউগিনি। প্রশ্ন : ভানুয়াতু এর প্রাচীন নাম কী? উত্তর : নিউ হেব্রাইডিজ। প্রশ্ন : জাপান এর প্রাচীন নাম কী? উত্তর : নিপ্পন। প্রশ্ন : মালাবি এর প্রাচীন নাম কী? উত্তর : নিয়াসল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে