বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
বিজ্ঞানসাধারণ জ্ঞান

দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
  ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
বেইজিং

৫ম অধ্যায়

মাল্টিমিডিয়া : মাল্টিমিডিয়া হলো মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয়। এটি সচরাচর ডিজিটাল যন্ত্রের সহায়তায় ধারণ বা পরিচালন করা যায়। এটি সরাসরি মঞ্চে প্রদর্শিত হতে পারে বা অন্য রূপে সরাসরি সম্প্রচারিতও হতে পারে।

ডিজিটাল প্রকাশনা : আমাদের দেশে প্রকাশনা এখনও কাগজনির্ভর হলেও একুশ শতকে অবশ্যই বাংলাদেশেও ডিজিটাল প্রকাশনার শতক হবে।

মাল্টিমিডিয়া কনটেন্টস ডেভেলপার : যিনি টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, এনিমেশন ইত্যাদি নিয়ে কাজ করেন তিনিই মাল্টিমিডিয়া কনটেন্টস ডেভেলপার।

মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট : সভা, সেমিনার-সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কম্পিউটারের সাহায্যে আকর্ষণীয় এবং কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য পাওয়ার পয়েন্ট নামের সফটওয়্যার ব্যবহার করা হয়। এটি হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত একটি সফটওয়্যার যাকে প্রেজেন্টেশন সফটওয়্যারও বলা হয়ে থাকে।

এডোবি ফটোশপ : কম্পিউটারে ছবি সম্পাদনার জন্য এডোবি ফটোশপ প্রোগ্রামটি বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয়। ছবি, ছবির কোনো অংশের ঔজ্জ্বল্য বাড়ানো, কমানো, একাধিক ছবির সমন্বয়ে বইয়ের প্রচ্ছদ, পোস্টার ইত্যাদি তৈরি করা, ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা, ছবির দাগ বা ত্রম্নটি মুছে ফেলা ইত্যাদি। আরও বিভিন্ন কাজ এডোবি ফটোশপ প্রোগ্রাম দিয়ে করা যায়।

১. মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. ৪

উত্তর: গ. ৩

২. মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে?

ক. বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে

খ. বাজারের হিসাব করতে

গ. ক্রিকেট খেলার রান হিসাব করতে

ঘ. অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে

উত্তর : ঘ. অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে

৩. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?

ক. মাইক্রোসফট ওয়ার্ড

খ. মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট

গ. মাইক্রোসফট এক্সেল

ঘ. মাইক্রোসফট অ্যাকসেস

উত্তর : খ. মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট

৪. মাল্টিমিডিয়ার প্রয়োগ-

র. বর্ণ বা টেক্সট-এর প্রকাশকে আকর্ষণীয় করে তুলেছে

রর. মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে

ররর. হিসাবের কাজকে সহজ করেছে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ক. র ও রর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও :

রকিব একটি কোম্পানির প্রধান কর্মকর্তা। আগামীকাল বিদেশ থেকে একদল পরিদর্শক তার কোম্পানি পরিদর্শনে আসবে। তিনি তার ল্যাপটপে বসে ঠিক করছেন অতিথিদের তার কোম্পানি সম্পর্কে কী কী দেখাবেন। এ কাজে তিনি একটি সফটওয়্যারের সাহায্য নিলেন।

৫. বিদেশি অতিথিদের সামনে উপস্থাপনের জন্য রকিব সাহেবের জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার সুবিধাজনক?

ক. মাইক্রোসফট ওয়ার্ড

খ. মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট

গ. মাইক্রোসফট এক্সেল

ঘ. মাইক্রোসফট অ্যাকসেস

উত্তর: খ. মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট

৬. রকিব সাহেব যে সফটওয়্যার ব্যবহার করবেন তাতে-

র. অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনকে আকর্ষণীয় করা যাবে

রর. শব্দ ও ভিডিও ব্যবহার করে কোম্পানির কার্যক্রম দেখানো যাবে

ররর. কোম্পানির আয়-ব্যয়ের হিসাব করা যাবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ক. র ও রর

৯. আদিকাল থেকেই মানুষ নিজেকে প্রকাশ করার জন্য কোনটি ব্যবহার করেছে?

ক. ফেসবুক খ. সিডি

গ. মিডিয়া ঘ. ছবি

উত্তর: গ. মিডিয়া

১০. আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যমকে নিয়ে কথা বলি তখন তাকে কী হিসেবে চিহ্নিত করে থাকি?

ক. মাল্টিমিডিয়া খ. ইন্টারনেট মিডিয়া

গ. প্রিন্টিং মিডিয়া ঘ. ইলেক্ট্রনিক মিডিয়া

উত্তর : ক. মাল্টিমিডিয়া

১১. মাল্টিমিডিয়ার মাধ্যমগুলোর বহুবিধ ব্যবহারের কারণ কী?

ক. ইন্টারনেট ও এনালগ যুগের আবির্ভাব

খ. ডিজিটাল যুগের অবসান ও প্রযুক্তির বিকাশ

গ. সামাজিক নেটওয়ার্ক ও প্রযুক্তির উন্নয়ন

ঘ. সভ্যতার বিবর্তন ও প্রযুক্তির বিকাশ

উত্তর : ঘ. সভ্যতার বিবর্তন ও প্রযুক্তির বিকাশ

১২. আমরা এখন কোন যুগে বসবাস করছি?

ক. কম্পিউটার খ. স্মার্টফোন

গ. ডিজিটাল ঘ. এনালগ

উত্তর : গ. ডিজিটাল

১৩. কোন যুগে বসবাস করায় আমাদের প্রকাশ মাধ্যমের ধরন বদলে গেছে?

ক. আদিম খ. আধুনিক

গ. বর্তমান ঘ. ডিজিটাল

উত্তর : ঘ. ডিজিটাল

১৪. এনালগ যুগের মিডিয়াগুলো সম্পর্কে কোনটি সঠিক?

ক. ডিজিটাল যুগে অপরিবর্তিত রয়েছে

খ. ডিজিটাল যুগে ব্যবহৃত হচ্ছে না

গ. ডিজিটাল যুগের প্রধান প্রকাশ মাধ্যম

ঘ. ডিজিটাল যুগের প্রধান প্রকাশ মাধ্যম নয়

উত্তর : ঘ. ডিজিটাল যুগের প্রধান প্রকাশ মাধ্যম নয়

১৫. এনালগ যুগের পুরনো মিডিয়াগুলো এ যুগে কীভাবে ব্যবহৃত হচ্ছে?

ক. একই রকমভাবে

খ. একক মাধ্যম হিসেবে

গ. ব্যবহার মাত্রা বদলিয়ে

ঘ. ব্যবহার মাত্রা ঠিক রেখে

উত্তর : গ. ব্যবহার মাত্রা বদলিয়ে

১৬. এনালগ যন্ত্রের পুরনো মিডিয়ায় কী যুক্ত হয়েছে?

ক. এনালগ যন্ত্রের প্রোগ্রামিং করার ক্ষমতা

খ. ডিজিটাল যন্ত্রের প্রোগ্রামিং করার ক্ষমতা

গ. এনালগ যন্ত্রের প্রসেসিং করার ক্ষমতা

ঘ. এনালগ যন্ত্রের ইন্টারঅ্যাকটিভ ক্ষমতা

উত্তর : খ. ডিজিটাল যন্ত্রের প্রোগ্রামিং করার ক্ষমতা

১৭. ডিজিটাল যন্ত্রের বৈশিষ্ট্য কোনটি?

ক. প্রোগ্রামিং করার ক্ষমতা রয়েছে

খ. বিদু্যৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে

গ. এনালগ সংকেত ব্যবহার করতে পারে

ঘ. নিজ কর্মক্ষমতা নিজেই বৃদ্ধি করতে পারে

উত্তর : ক. প্রোগ্রামিং করার ক্ষমতা রয়েছে

১৮. আমরা এখন বহু মিডিয়াকে তার বহুমাত্রিক ও প্রোগ্রামিং ক্ষমতার জন্য কী বলছি?

ক. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া

খ. ইন্টারকানেক্টেড মাল্টিমিডিয়া

গ. ইন্টারমিডিয়াম মাল্টিমিডিয়া

ঘ. ইন্টারনেট মাল্টিমিডিয়া

উত্তর : ক. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে