বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ১১ জন শিক্ষক-শিক্ষার্থী 'পোগো-আইটিসিওওশেন উপকূল ব্যবহারের জন্য সমুদ্র পর্যবেক্ষণ প্রশিক্ষণ প্রোগ্রাম' শীর্ষক সেমিনারে যোগ দিতে ভারতে যাচ্ছেন। সমুদ্র পর্যবেক্ষণের প্রচলিত প্রযুক্তি ও কৌশল উপকূলীয় এলাকায় প্রয়োগের বিষয়ে প্রশিক্ষণ নিতে ২৯ জানুয়ারি থেকে ৭ ফেব্রম্নয়ারি পর্যন্ত ১০ দিনব্যাপী ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিতব্য সেমিনারে যোগ দিতে যাচ্ছেন তারা। বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান ২৫ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান ইনকোয়িস'র আয়োজনে ও যুক্তরাজ্যের দাতা প্রতিষ্ঠান পোগো'র আর্থিক সহায়তায় সহযোগী আয়োজক হিসেবে থাকছে শাবিপ্রবির সমুদ্রবিজ্ঞান বিভাগ। শাবিপ্রবি থেকে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষক হিসেবে থাকবেন সমুদ্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডক্টর সুব্রত সরকার।

প্রশিক্ষণার্থীরা হলেন একই বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মুদ মিজানুর রহমান ও সাজ্জাদুর রহমান, প্রভাষক ফয়সাল ছোবহান, স্নাতকোত্তরের শিক্ষার্থী নবনীতা দাস, শাশ্বতী চৌধুরী রিয়া, ইউরিডা লিয়ানা, এ এন এম সামিউল হুদা এবং স্নাতক চতুর্থবর্ষের শিক্ষার্থী রাইদা কাদির ও নাহিয়া মানতাকা চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে